ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
পরবর্তীতে বিস্তারিত বলার পর যে বিধান এসেছে, সেটাই গ্রহণযোগ্য।
(২)
কোনো কথাবার্তা বা ঘটনা সম্পর্কে পরিপূর্ণ না জেনে মাস'আলা জানা কখনো সঠিক হবে না। এটা অনর্থক ও বেহুদা কাজ হিসেবে বিবেচিত হবে। তাছাড়া এদ্বারা নিজের সময় নষ্ট এবং জিজ্ঞাসিত মুফতি সাহেবের সময়কেও নষ্ট করা হবে।
(৩)
ওয়াসওয়াসার রোগীদের জন্য এরকম কাল্পনিক মাস'আলা জানা কখনো উচিৎ হবে না। হ্যা, তালিবুল ইলমের জন্য অনুমমোদন রয়েছে।
(৪)
ওয়াইফের মিথ্যা বর্ণনায় তালাক আসলে সেটা কার্যকর হবে না।এই মিথ্যা বলার জন্য ওয়াইফকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে।