আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
89 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (101 points)
আমরা গার্লস হলে থাকি। আমাদের ফ্লোরে আমাদের জুনিয়র ব্যাচ ও থাকে। জুনিয়রদের মধ্যে একটা হিন্দু মেয়ে বড় আপুদের সাথে দেখা হলেই নমস্কার জানাই।

এটার প্রতিউত্তরে কী করা উচিত?
চুপ থাকা কি শ্রেয় নাকি সে আমায় নমস্কার জানাচ্ছে এতে আমার তাকে বাধা দেওয়া জরুরি?
এক্ষেত্রে বিধানটা কী হবে?

1 Answer

0 votes
by (733,440 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে আবেদীন শামী রাহ বলেনঃ
وقال ابن عابدين في ردالمحتار تحت قوله : "ويسلم المسلم علي أهل الذمة" الخ -لكنَّ ﻓِﻲ اﻟﺸِّﺮْﻋَﺔِ ﺇﺫَا ﺳَﻠَّﻢَ ﻋَﻠَﻰ ﺃَﻫْﻞِ اﻟﺬِّﻣَّﺔِ ﻓَﻠْﻴَﻘُﻞْ: اﻟﺴَّﻼَﻡُ ﻋَﻠَﻰ ﻣَﻦْ اﺗَّﺒَﻊَ اﻟْﻬُﺪَﻯ ﻭَﻛَﺬَﻟِﻚَ ﻳَﻜْﺘُﺐُ ﻓِﻲ اﻟْﻜِﺘَﺎﺏِ ﺇﻟَﻴْﻬِﻢْ اﻩـ ﻭَﻓِﻲ اﻟﺘَّﺘَﺎﺭْﺧَﺎﻧِﻴَّﺔ ﻗَﺎﻝَ ﻣُﺤَﻤَّﺪٌ: ﺇﺫَا ﻛَﺘَﺒْﺖَ ﺇﻟَﻰ ﻳَﻬُﻮﺩِﻱٍّ ﺃَﻭْ ﻧَﺼْﺮَاﻧِﻲٍّ ﻓِﻲ ﺣَﺎﺟَﺔٍ ﻓَﺎﻛْﺘُﺐْ اﻟﺴَّﻼَﻡُ ﻋَﻠَﻰ ﻣَﻦْ اﺗَّﺒَﻊَ اﻟْﻬُﺪَﻯ اﻩ (ردالمحتار علي الدرالمختار ج٦:ص٤١٢)
তবে শরীয়তের বিধান হলো, যখন কেউ অমুসলিমকে সালাম প্রদাণ করতে যাবে,সে যেন "আস্সালামু আ'লা মান ইত্তাবা'ল হুদা" বলে,এবং লিখার প্রয়োজন হলে লিখে।তাতারখানিয়া বর্ণিত রয়েছে, ইমাম মুহাম্মদ রাহ বলেনঃ যখন তোমি কোনো ইহুদী বা খৃষ্টান কাছে চিঠি লিখবে,তখন তুমি "আস্সালামু আ'লা মান ইত্তাবা'ল হুদা" লিখে পাঠাবে। (রদ্দুল মুহতার-৬/৪১২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6520

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি নমস্কারের কোনো জবাবই দেবেন না বা নমস্কারের জবাবে "আসসালামু আ'লা মানিত্তাবা'আল হুদা" বলবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...