আসসালামু আলাইকুম
★কেউ যদি মাসাঈল পড়ে অই শব্দ( বুঝে নিবেন একটু দয়া করে) উচ্চারণ ব্যতীত যেমন ,
"কেউ যদি বলে আমি তোমাকে দিলাম,তাহলে হবে আর দিবো বললে হবে না " অথবা "অইটা দিবো বললে হবে না ,অইটা দিলাম বললে হয়ে যাবে " । এখানে ডিরেক্ট শব্দ উচ্চারণ না করে মাসাঈল পড়লে বা ডিরেক্ট উচ্চারণ এর পরিবর্তে "অইটা "বলে ঊচ্চারন করে পড়ে।
কিন্তু স্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়নি এই ব্যাপারে একদম সিউর।
★ প্রশ্ন করার জন্য লিখতে গেলে অনেক সময় মনের মধ্যে প্রবল ওয়াসাওয়াসা থাকার কারনে সন্দেহ হ্য়। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করে উত্তর জানা। এখন আমি প্রশ্ন না করলে উত্তর পাবো কিভাবে তাই মাসাঈল জানতে প্রশ্ন আলোচনা তো করতেই হবে,মাসাঈল না জানা পর্যন্ত মনের মধ্যে ভয় কাজ করে।এখানে কি মনের মধ্যে আসা ওয়াসওয়াসা প্রাধান্য পাবে নাকি আসল উদ্দেশ্য যেটা সেটা প্রাধান্য পাবে ? অনেক প্রশ্ন করেছিলাম আগে এবং এখন এসব প্রশ্ন করার জন্য আমাদের বৈবাহিক জীবনে সমস্যা হবে কি?
★আমি প্রায় সময় ঘুমানোর পূর্বে মাথার মধ্যে অনেক শব্দ বাক্য আমার কল্পনায় ঘুরতে থাকে। আমার কাছে মনে হয় যে সেগুলো মনে হয় আমি উচ্চারনও করিনা।যেমন গতকাল রাতে "দিবো" অথবা "দিবা" শব্দ মাথায় ঘুরছিলো ,সেগুলো মুখে উচ্চারণ করেছিলাম কিনা মনে নেই মনে হয়না উচ্চারণ করেছিলাম,তারপর যখন আমি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে ঊঠে শব্দ গুলোও মনে করতে পারিনা এবং সেগুলো শুধুই কল্পনাত নাকি বাস্তবে ঘুমানোর পূর্বে এমন ঘটেছিলো সেটাই বুঝত পারিনা,শব্দ মনে থাকা তো দূরের কথা । ঘুম থেকে ঊঠে সারাদিন চিন্তা করতে থাকি "দিবো" বা "দিবা" কি আসলেই বলেছিলাম নাকি শুধু কল্পনায় চিন্তা।আর শয়তান শুধু ধোকা দেয় যে খারাপ কিছু বলেছি মানে অই ধরনের কিছু। আমার তো মনেই থাকে না কারন আমি ওয়াসাওয়াসার রোগী। কোন নিয়তে বলি সেটা অনেক দূরের কথা ,,,আমি বলেছি কিনা ,যদি বলে থাকি কি বলেছি আসলেই,মুখে বলেছি নাকি মনে মনে,আসলে এমন ঘটনা হয়েছে কিনা নাকি নিছক কল্পনা সেগুলোই তো বুঝতে পারিনা ঘুম থেকে ঊঠে? প্রায়ই এই রকম হয়ে থাকে ,সারাটাদিন চিন্তায় থাকি।
( আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে।প্রবল ওয়াসাওয়াসার কারনে আমি কিছু শব্দ উচ্চারন করিনা।এক প্রকার ভয় কাজ করে। আশা করি আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাতে চেয়েছি)