ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোরআন মজীদ তিলাওয়াতের স্তর তিনটি।
১) তারতীল ২) হদর এবং ৩) তাদবীর।
১) তারতীল
মদ ও গুন্নাহ পরিপূর্ণভাবে আদায় করে, ধীর- স্থীরে কোরআন মজীদ পড়াকে তারতীল বলে।
২)হদর
তাজবীদের নিয়ম কানুন রক্ষা করে, একটু দ্রুত কোরআন মজীদ পড়াকে হদর বলে।
৩) তাদবীর
তারতীল এবং হদরের মাঝামাঝি ধরনের পড়াকে তাদবীর বলে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ক্বারীMishary Rashid Al Afasy
ক্বারী Ahmed Al Nufais,
ক্বারী Ra'ad Al Kurdi
এই সব ক্বারী সাহেবগণ হদর বা তাদবীর তিলাওয়াত করে থাকেন। তারা দ্রুত তাজবীদ আদায় করে থাকেন। যেজন্য অনেক সময় মনে হয় যে, তারা তিন আলিফের জায়গায় এক আলিফ আদায় করছেন।এটা দূষণীয় কিছু নয়। বরং এটাও তিলাওয়াতের একটি ত্বরিকা।