ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যদি স্ত্রীর সাথে সহবাস করার সময় স্ত্রীর যৌনির ভিতরে বা স্ত্রীর যৌনির উপরে বীর্যপাত করে এবং সেই বীর্য যদি স্বামীর লজ্জাস্থান থেকে বেরিয়ে যাওয়ার সময় বা স্ত্রীর যৌনির ভিতর থেকে বাইরে এসে বা স্ত্রীর যৌনির উপর থেকে গড়িয়ে যদি স্ত্রীর মলদ্বারের ভিতরে প্রবেশ করে, তাহলে কোনো প্রকার গোনাহ হবে না।
(২)
স্বামী যদি স্ত্রীর নিতম্বের সাথে উল্লেখ্য নিতম্বের ভিতরে না নিতম্বের উপরে ঘর্ষন করে বীর্যপাত করার সময় যদি সেই বীর্য স্বামীর লজ্জাস্থান থেকে বেরিয়ে বা স্ত্রীর নিতম্ব থেকে গড়িয়ে যদি স্ত্রীর মলদ্বারের ভিতরে প্রবেশ করে তাহলে, গুনাহ হবে না।
(৩)
স্বামী স্ত্রী একে অপরের সাথে সহবাস করার সময় যদি স্বামীর বীর্য স্ত্রীর নিতম্বের মাঝখানে চাপা /চিপা অংশে প্রবেশ করে উল্লেখ্য মলদ্বারের ভিতরে না শুধু স্ত্রীর নিতম্বের মাঝখানে চাপা /চিপা অংশে, তাহলেও কোনো গুনাহ হবে না।