ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
«لَا تُرْفَعُ الْأَيْدِي إلَّا فِي سَبْعِ مَوَاطِنَ عِنْدَ افْتِتَاحِ الصَّلَاةِ وَاسْتِقْبَالِ الْبَيْتِ وَالصَّفَا وَالْمَرْوَةِ وَالْمَوْقِفَيْنِ وَالْجَمْرَتَيْنِ وَالْقُنُوتِ وَالْعِيدَيْنِ» كَذَا فِيالْكَرْخِيِّ
সাতস্থান ব্যতীত রাফয়ে ইয়াদাঈন করা যাবে না।
১/তাকবীরে তাহরিমায়।
২/বাইতুল্লাহ শরীফের ইস্তেক্ববালের সময়ে।
৩/সাফা-মারওয়ার উপরে আরোহনের সময়ে।
৪/আরাফাহ এবং মুযদালাফায় অবস্থানের সময়ে।
৫/কঙ্কর নিক্ষেপের দুই স্থানে।
৬/দু'অা য়ে কুনুতের তাকবীরে।
৭/দুনু ঈদের তাকবীরে যাওয়াঈদে।
(আল-জাওহারাতুন নায়্যিরাহ-১/৫৪) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/253
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রুকুতে যাওয়ার সময় তাকবিরে তাহরিমা বলার পর হাত না উঠানো সুন্নত।তবে হাত উঠালে নামায ফাসিদ হবে না।
২ হাত না উঠানো সুন্নত।
৩ কোন কিছুর সাথে হেলান দেয়া ব্যতীত সোজা হয়ে বসে যদি ঘুম চলে আসে ১০ সেকেন্ড এর মতো, যদি চোখ লেগে যায়, তাহলে ওযু নষ্ট হবে না।
৪ উপর হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে আধা মিনিটের মতো ঘুমিয়ে পড়লে ওযু নষ্ট হয়ে যাবে।
৫ ভিডিও তে তেলাওয়াত কারীর চেহেরা দেখে দেখে কোরআন তেলাওয়াত শুনার রুখসত থাকবে যদি ফেতনার আশঙ্কা না থাকে।
৬ ফেসবুক ইউটিউব এ বিভিন্ন ইসলামিক ব্লক ভিডিও যেখানে পুরুষ মানুষ শো হয়, অভিনয় করে ঐসব ভিডিও মহিলাদের জন্য না দেখাই উত্তম। ফেতনার আশঙ্কা যদি নাও থাকে। আর ফিতনার আশংকা থাকলে জায়েয হবে না।
৭ আলেম ওলামাদের ওয়াজ আলোচনা দেখে দেখে না শুনাই তাকওয়ার নিকটবর্তী। যদি ফেতনার আশঙ্কা থাকে, তাহলে জায়েয হবে না।