বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কাউকে বিকাশ বা নগদ ইত্যাদিতে দান করার সময় তাদেরকে ক্যাশআউট চার্জ দিয়ে দেয়াই উত্তম। শুধু মূল টাকা দেয়া উচিৎ হবে না।তবে দানের কোনো ক্ষতি হবে না। বরং দান ঠিকই থাকবে।
(২)
ক্রেতাকে অজ্ঞাতবশত কোনো দোষণীয় জিনিষ ক্রয় করতে দেখলে, তখন তাকে সে সম্পর্কে সতর্ক করে দেয়া।বিক্রেতাকে কষ্ট দেয়া বা ফাসাদ সৃষ্টি করার মনোভাব থাকলে তখন জায়েয হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1715
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে গিবত হবে না।
(৩)
রাস্তাঘাটে বা বাহিরে চলাচলের সময় বিভিন্ন ময়লা যেমন: কাগজ, পলিথিন, বোতল, খাবারের খোসা ইত্যাদি যেখানে সেখানে ফেলা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী। হাদীসে এসেছে, যেই ব্যক্তি রাস্তা থেকে কষ্টাদায়ক বস্তুকে দূর করবে, তার জন্য জান্নাত ওয়াজিব।
(৪)
যে যতটুকু হক নষ্ট করেছে ততটুকু আদায় করলেই হবে।
(৫)
কেউ কোনো জরুরি কাজে ফোন কল দিল। আপনি অবসর থাকলে সেই ফোনকল রিসিভ করা আপনার জন্য উচিৎ। হ্যা, ফোনকল না ধরলেও তার হক নষ্ট হবে না।