হুজুর বেয়াদবি নিয়েন না ৫ নাম্বার এর উওর বুঝতে না পেরে অাবার করলাম
হুজুর নাপাক কাপড় ধোয়ার ছিটা ত দরজা, দেয়ালে লাগেই
১
তা কি ১ বার ধুব নাকি ৩ বার
২
অার সেই ছিটা ধোয়ার সময়ও ত অাবার ছিটা অাসবে সে ছিটাও কি নাপাক ধরব।
এত ছিটা নাপাক ধরলে সমস্যা হবে।কারণ দেখা যাবে সে ছিটা ধোয়ার সময় অবার লাগবে, পরে অাবার লাগবে। কি করব এখন।
৩
অার অনেকে বলে নাপাকের ছিটা ধোয়ার সময় লাগা ছিটা না ধুলেও চলবে,
অার অল্প পানিতে বেশি নাপাক পড়লে নাপাক হয়ে যায় বলে অামি জানি অাবার পবিএ হওয়ার জন্য ত এত পানি লাগার কথা কোথাও শুনি নাই। অাপানারা যেভাবে বলেন তাতে ত অনেক পানি লাগবে। এখন তাও যদি নাপাকের ছিটা ধোয়ার সময় লাগা ছিটা পাক বলে ধরি তবে কি নফসের প্রবৃওি অনুসরণ হবে। অামি সচরাচর অাপনার কথাই মানি কিন্তু না পেরে এই মত যদি অন্য হানাফি হুজুরদের মানি তবে কি নফসের প্রবৃওি অনুসরণ হবে। এভাবেে কি বাচা যায়।অার কত পানি লাগবে তা কি বলব।
এই লিংকটি দেখবেন দয়া করে
https://ifatwa.info/27116/?show=27116#q27116