আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
351 views
in পবিত্রতা (Purity) by (32 points)
১। ওজুতে কি এক মুদ পানির বেশি নিলেই অপচয় হবে?আমার নরমালি ১ লিটার এর আশে পাশে পানি লাগে,খুব বেশি না।মানে একেবারে ট্যাপ ছেড়ে দিয়ে ওজু করি না।আমার ও কি গুনাহ হবে?
২। আমার ওজুতে অনেক টাইম লাগে।বিশেষ করে মুখ ও পা ধোয়ার সময়।আমি অল্প পানিতে কাজ সারতে চাইলে ২০-২৫ মিনিট লেগে যায়।অথচ মানুষের কয়েক মিনিটে কাজ হয়ে যাই।আমার কি করার  উচিত?

1 Answer

0 votes
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ
891 নং ফাতাওয়ায় বর্ণিত রয়েছে,
পৃথিবীতে যা কিছু রয়েছে,সবকিছুই আল্লাহ তা'আলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন।
এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
ﻫُﻮَ ﺍﻟَّﺬِﻱ ﺧَﻠَﻖَ ﻟَﻜُﻢ ﻣَّﺎ ﻓِﻲ ﺍﻷَﺭْﺽِ ﺟَﻤِﻴﻌﺎً ﺛُﻢَّ ﺍﺳْﺘَﻮَﻯ ﺇِﻟَﻰ ﺍﻟﺴَّﻤَﺎﺀ ﻓَﺴَﻮَّﺍﻫُﻦَّ ﺳَﺒْﻊَ ﺳَﻤَﺎﻭَﺍﺕٍ ﻭَﻫُﻮَ ﺑِﻜُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻋَﻠِﻴﻢٌ
তিনিই সে সত্ত্বা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমীনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুতঃ তিনি তৈরী করেছেন সাত আসমান। আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত।(সূরা বাক্বারা-২৯)

তবে আল্লাহ তা'আলার নিয়ামত সমূহের নাশুকরী করা যাবে না।এবং নিয়ামত সমূহের অপচয়ও করা যাবে না। 
আল্লাহ তা'আলা বলেন-
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺒَﺬِّﺭِﻳﻦَ ﻛَﺎﻧُﻮﺍْ ﺇِﺧْﻮَﺍﻥَ ﺍﻟﺸَّﻴَﺎﻃِﻴﻦِ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻟِﺮَﺑِّﻪِ ﻛَﻔُﻮﺭًﺍ
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।(সূরা বনী ঈসরাঈল-২৭)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
যদি এই পানিকে কোনোভাবে ব্যবহার করা না যায়,তাহলে সেটাকে ফেলে দিতে পারবেন।
কেননা আল্লাহ তা'আলা বলেন,
ﻻَ ﻳُﻜَﻠِّﻒُ ﺍﻟﻠّﻪُ ﻧَﻔْﺴًﺎ ﺇِﻻَّ ﻭُﺳْﻌَﻬَﺎ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না।(সূরা বাকারা-২৮৬)

(১)পানির অপচয় ঠিক নয়।অপচয় নাজায়েয। সেজন্যই ফুকাহায়ে কেরাম বলেন,চার করে অজুতে অঙ্গকে ধৌত করা মাকরুহ।অজুতে এক মুদের বেশী পানি ব্যবহার নাজায়েয নয়।মোটকথা হল,অপচয় রোধ করে তৃপ্তি দায়ক অজু করতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই ব্যবহার করা যাবে।ব্যক্তিবেধে কিছুটা তারতম্য হতে পারে।সুতরাং এক মুদের চেয়ে কমবেশ করা যাবে।

(২)একবার অজু করতে ২০/২৫ এটা অনেক বেশী সময়।এতে সময়ের অপচয়রে চিন্তাও করতে হবে।যদি কম পানি ব্যবহারে সময়ের অপচয় হয়,তাহলে সময়কে বাচাতে বেশী পানিও ব্যবহার করা যাবে।
আপনি স্বাভাবিক যা ব্যবহার করেন,তারচেয়ে কিছুটা বেশী ব্যবহার করে সময়ের অপচয়কে রোধ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...