১.
আসসালামু আলাইকুম আপু, আমরা ১ভাই - ৪বোন,,(ভই সবার ছোট ৬ বছর) আমি বড়, বাবা চায় আমি কিছু করি, আমাকে কম্পিউটার র্কোস ও করিয়ে কম্পিউটারের কাজ শিখিয়েছে । এখন আমি কী ঘরে বসে অনলাইনে ফ্রিলান্সিং করতে পারবো,?বায়ার (যে কাজ দেবে) সে তো পুরুষ ও থাকতে পারে,তখন কীভাবে কথা বলবো এই জন্য আগানোর জন্য সাহস পাচ্ছিনা,(ইসলামের দৃষ্টিতে একটু বুঝিয়ে বলবেন বোন..?)অনেক হুজুররা বলেছেন ফ্রিলান্সিং হালাল,, হালাল সাইটের কাজ গুলো করা যাবে। কিন্তু আমি তো মেয়ে,, বায়ার তো নন - মাহরাম কিভাবে কথা বলবো ( লিখে মনে হয় কথা বলতে হয় ঠিক জানিনা)
ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন,ওয়েবসাইট ডিজাইন, Web Development, Ms Word,Ms Excel,Ms Access, Ms Power Point,Mail Marge.Digital Marketing etc.. বিভিন্ন কাজ আছে..সব কাজের ভালো-মন্দ,হালাল-হারাম ২ টা দিক আছে,, হুজুররা বলেছেন ভালো,হালাল গুলো করা যাবে,, এখন আমি তো মেয়ে,যে বায়ার আমাকে কাজগুলো করতে দিবেন তিনি তো পুরুষও হতে পারেন,, তার সাথে কথাটা কীভাবে কতটুক বলবো,,?( অনেককে দেখেছি ফাইবারে কথা এই মেসেজের মতোই লিখে কথা বলে বুঝিয়ে দেয় কাজটা কীভাবে করে দিতে হবে)-(বোন হতে)
২. নখ বড় রাখা কি ইসলামে জায়েজ?
৩. ৪০ দিনে একবার নখ কাটতে হয়, তখন কি পুরো নখ কাটবে নাকি সামান্য কাটলে হবে?
৪.স্বামীর নখ বড় পছন্দ হলে করণীয় কি?
৫. ছেলেদের এক মিশকালের কম রুপা দিয়ে আংটি বানানো যাবে।এখন রুপা এক মিশকাল থাকবে আর পাথরের ওয়েট এ সমস্যা হবে বিষয়টা এমন নাকি পুরো আংটিটা এক মিশকলা হতে হবে?
৬. একটি হাতে কি একটি আংটি পড়তে পারবে নাকি একাধিক?
৭. মাথার চুল কি ডাস্টবিন বা কমোডে ফেলা যাবে?
আমরা ঢাকায় থাকি, পলিথিনে চুল সংগ্রহ করলেও পুতার জায়গা নাই।গ্রামেও কেউ মাটিতে পুততে দেখলে জাদুর আশংকা করছি(নাও হতে পারে)
৮. নখ কি ডাস্টবিন বা কমোডে ফেলা যাবে??