আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
223 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (15 points)
আসসালামুআলাইকুম,এক ভাইয়ের একটি হারাম সম্পর্ক ছিলো।সে এখন প্রবাসে আছে। কিন্তু হারাম সম্পর্ক থাকায় গোনা হচ্ছে, তারা ভুলেও যেতে পারছেনা। এখন ছেলের পক্ষ থেকে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষকে মেয়ের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাবে।তারপর ওই পুরুষ সহ  দুই পুরুষ সাক্ষ্যীর সামনে মেয়ে হিজাব কুবল করবে।
এবং মেয়ের পক্ষ থেকে ছেলের কাছের কাউকে প্রতিনিধি বানাবে এবং তার কাছের দুই জন্য সাক্ষাীর সামনে সে ইজাব কবুল করবে।

এভাবে কি বিয়ে সহীহ  হবে?? আমার জানা মতে অভিভবক ছড়া বিয়ে হয়না।এখানে মেয়ে বা ছেলের কোনো অভিভাবক নেই শুধু সাক্ষাী থাকবে এবং কোনো কাগজ-পর্ত্ত হবেনা। শুধু গোনাহ থেকে বাঁচার জন্য। আর ছেলে এবং মেয়ের পক্ষ থেকে যে প্রতিনিধি করা হবে তাদের মোবাইলে করা হবে।

যেমনঃছেলে বিদেশ থেকে তার দুলাভাইকে বলবে বিয়ের কথা আর দুলাভাই সক্ষী সহ মেয়ের কাছে গিয়ে ইজান-ও কবুল সম্পন্ন হবে।মেয়ে মোবাইলে ছেলের কাছের একজন বন্ধুকে বিয়ের কথা বলে প্রতিনিধি বানানে আর সে সাক্ষী সহ ছেলের কাছে ইজাব ও কবুল সম্পন্ন করবে।


এভাবে বিয়েটা সহীহ হবে কীনা মেহেরবানি করে জানাবেন ।

1 Answer

0 votes
by (589,200 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুবাইল কলের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।
কেননা শরীয়তে যেসব ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার জন্য সাক্ষ্যকে শর্ত করা হয়েছে,সেক্ষেত্রে সাক্ষীগণের শোনা শর্ত।কিন্তু এখানে সাক্ষীদয়ের শ্রবণ পাওয়া যাচ্ছে না,বিধায় সর্বসম্মতিক্রমে বিবাহ সংগঠিত হবে না।আল্লামা হাসক্বফী রা বলেনঃ
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে  উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2679

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মুবাইল কলে বিয়ে শুদ্ধ হবে না।যদি একান্ত এভাবে বিয়ে করতেই হয়, তাহলে বর বিদেশ থেকে একজন উকিল নিযুক্ত করবে, সেই উকিলের মাধ্যমেই বিয়ে হবে।

উকিল বিয়ের মজলিসে উপস্থিত হয়ে বিধ্যস্থ ব্যক্তির পক্ষ্যে ইজাব বা কবুল করবে।

পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।জানুন-https://www.ifatwa.info/994, কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1525

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি উকিলের মাধ্যমে দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে হয়, তাহলে উক্ত বিয়ে বিশুদ্ধ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,200 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...