বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
বিসমিল্লাহ সহ সুরা ইনশিরাহ ২৫ বার পড়তে পারেন।তবে স্বরণ রাখতে হবে যে, এগুলো কুরআন-হাদীস দ্বারা প্রমাণিত নয়।বরং বুজুর্গানে কেরাম অভিজ্ঞতার আলোকে এগুলো-কে বলেছেন।তাই আকিদা বিশুদ্ধ রেখে আ'মল করতে পারেন।কাজ হতেও পারে আবার নাও হতে পারে।আপনার বর্ণিত সুরা আহযাবের আ’মল করার বেলায় স্বরণ রাখবেন,যাতে কুরআনের অসম্মান না হয়।
দূত বিয়ের জন্য আপনি আল্লাহর কাছে দু'আ করুন।সালাতুল হাজত পড়ে দু'আ করুন।সালাতুল হাজতের নিয়ম জানতে ভিজিট করুন-
1453আপনি যে আ'মলের কথা উল্লেখ করেছেন, সেটাও করতে পারেন।একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।
থানভী রাহ এর আ'মলে কুরআনী দুইটি কিতাব দ্বারা আ'মল করতে পারবেন।তবে অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে।এগুলো শুধুমাত্র একটা পরামর্শ। আল্লাহ চাইলে কবুল করতেও পারেন আবার না ও করতে পারেন।এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই।বরং এগুলো নেককার বান্দাদের কিছু দ্বীনী পরামর্শ মাত্র।বিস্তারিত জানুন-
2122