আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
200 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (28 points)
(১) কেউ একবার  মাযুর প্রমাণিত হলে কতদিন যাবত তাকে মাজুর গন্য করা হবে। ধরেন কেউ ওজু করতে গেলে বায়ু এত দ্রুত ছুটে যেত যে সে মাজুর হিসেবে সাব্যস্থ হয়েছে। কিন্তু সবসময় তো অবস্থা একই থাকে না। মাজুর অবস্থায় ও তো মাঝে মাঝে এতটা সময় ওজু থাকে যে নামাজ সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে সে কতদিন যাবত মাজুরের ন্যায় সালাত আদায় করবে?

(২) বিদেশের অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বৈজ্ঞানিক অনেক দরকারি ভিডিও বানানো হয়। কিন্তু সমস্যা হচ্ছে সেখানে প্রায় সব ভিডিওতে মিউজিক ব্যবহার করা হয়। যার কারণে অনেক প্র্যাক্টিসিং মুসলিম সেই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে নাহ। সেই চিন্তা থেকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি যেখানে ইসলামিক সকল বিধিবিধান মেনে অর্থাৎ কোনো মানুষের ছবি থাকবে না, মিউজিক থাকবে নাহ এবং বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় ব্যাখ্যা করা হবে; এরকম চ্যানেল খুলে মুসলিমদের উপকারে আসবে  এই ভেবে।
এক্ষেত্রে কী আমার কোনো সওয়াব হবে?

ইউটিউব যদি জোর করে অ্যাড দেখায় তাহলে কী আমার গুনাহ হবে? ( ইউটিউব না চাইতে খুব স্বল্পসংখ্যকবার চ্যানেলে অ্যাড দেখাতে পারে আবার নাও পারে )

ইউটিউব এর কমেন্টে তো অনেকে কমেন্ট করবে যাদের ছবি সংবলিত প্রোফাইল পিকচার আমার ভিডিওর কমেন্টে দেখাবে। এক্ষেত্রে কী আমার গুনাহ হবে?

যদি ভবিষতে এখান ( অ্যাড এর মাধ্যমে নয় ) থেকে কোনো উপার্জনের সুযোগ হয় তাহলে কী উপার্জিত আয় কী হালাল হবে?

1 Answer

0 votes
by (606,240 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক বায়ূ নির্গত হতে থাকে। অর্থাৎ নামাযের সবচেয়ে ছোট ওয়াক্তেও বায়ূ নির্গত হওয়া ব্যতিত দু রা'কাত নামায পড়া সম্ভব না হয়,তাহলে সে ব্যক্তি মা'যুর। সুতরাং আপনি মা'যুর ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন।

মা'যুর ব্যক্তি এক ওয়াক্তের জন্য এক অজু করবেন।তারপর উক্ত অজু দ্বারা উক্ত ওয়াক্তের ভিতর যতসম্ভব উনি ফরয নফল ইত্যাদি ইবাদত করতে পারবেন।যখন ওয়াক্ত চলে যাবে তখন অজুও শেষ হয়ে যাবে। পূনরায় ভিন্ন ওয়াক্তের জন্য ভিন্ন অজু করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1897

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ একবার মা'যুর প্রমাণিত হলে পরবর্তীতে এই অসুস্থতা কমে গেলে তখন আর মা'যুরের বিধান আরোপিত হবে না। যখন কমে যাবে।তখন চেক করে দেখা হবে যে, নামাযের ছোট্ট একটি ওয়াক্তে বায়ূ নির্গত হওয়া ব্যতিত কি দুই রাকাত নামায পড়া যাচ্ছে। যদি পড়া না যায়, তাহলে মা'যুর নতুবা মা'যুরের বিধান আরোপিত হবে না।

(২)
ইসলামিক সকল বিধিবিধান মেনে যদি আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভলিত ভিডিও বানান,তাহলে এতেকরে আপনার কোনো গোনাহ হবে না।নিয়ত বিশুদ্ধ থাকলে অবশ্যই সওয়াব পাবেন। এড শো করলে এতে আপনার গোনাহ হবে না।তবে এডসেন্স ইনকাম পরিত্যাগ করাই তাকওয়ার নিকটবর্তী।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6490


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,240 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...