বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক বায়ূ নির্গত হতে থাকে। অর্থাৎ নামাযের সবচেয়ে ছোট ওয়াক্তেও বায়ূ নির্গত হওয়া ব্যতিত দু রা'কাত নামায পড়া সম্ভব না হয়,তাহলে সে ব্যক্তি মা'যুর। সুতরাং আপনি মা'যুর ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন।
মা'যুর ব্যক্তি এক ওয়াক্তের জন্য এক অজু করবেন।তারপর উক্ত অজু দ্বারা উক্ত ওয়াক্তের ভিতর যতসম্ভব উনি ফরয নফল ইত্যাদি ইবাদত করতে পারবেন।যখন ওয়াক্ত চলে যাবে তখন অজুও শেষ হয়ে যাবে। পূনরায় ভিন্ন ওয়াক্তের জন্য ভিন্ন অজু করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1897
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ একবার মা'যুর প্রমাণিত হলে পরবর্তীতে এই অসুস্থতা কমে গেলে তখন আর মা'যুরের বিধান আরোপিত হবে না। যখন কমে যাবে।তখন চেক করে দেখা হবে যে, নামাযের ছোট্ট একটি ওয়াক্তে বায়ূ নির্গত হওয়া ব্যতিত কি দুই রাকাত নামায পড়া যাচ্ছে। যদি পড়া না যায়, তাহলে মা'যুর নতুবা মা'যুরের বিধান আরোপিত হবে না।
(২)
ইসলামিক সকল বিধিবিধান মেনে যদি আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভলিত ভিডিও বানান,তাহলে এতেকরে আপনার কোনো গোনাহ হবে না।নিয়ত বিশুদ্ধ থাকলে অবশ্যই সওয়াব পাবেন। এড শো করলে এতে আপনার গোনাহ হবে না।তবে এডসেন্স ইনকাম পরিত্যাগ করাই তাকওয়ার নিকটবর্তী।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6490