ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তার আসল নাম হলো শাহাবুদ্দিন আবুল ফাদ্বল আহমদ বিন আলী বিন মুহাম্মদ বীন মুহাম্মাদ বীন আলী বীন মাহমুদ বীন আহমাদ বীন আহমাদ আল কিনানী আল আসক্বালানী আল মিসরী আশ শাফিয়ী। আবুল ফজল হলো তার উপনাম। শিহাবুদ্দীন হলো তার উপাধি। এছাড়া তিনি হাফেজ উপাধিতেও ভূষিত হয়েছেন। তার পরিবার মূলত তিউনিসিয়ার অন্তর্গত কাবেস এলাকার অধিবাসী ছিল। পরবর্তীতে তারা ফিলিস্তিনের অন্তর্গত আসক্বালান নামক এলাকায় বসতি গড়ে। তার পরিবার আসক্বালানের অধিবাসী ছিল বলে তাকে আসক্বালানী (আসক্বালান সংশ্লিষ্ট)বলা হয়, যদিও তার জন্ম মিশরে।
ইমাম ইবনে হাজার আসকালানি রাহ শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন। বনে হাজার আসকালানির শুধু মেয়ে সন্তান জন্ম নিত।তাই উনার ইচ্ছা ছিল, একটি ছেলে সন্তান জন্ম নেয়ার। উনার স্ত্রীর একটি বাদী ছিল। সেই বাদীকে বিয়ে/ক্রয় করার ইচ্ছা করলে স্ত্রী সেই বাদীকে বিক্রয় করার জন্য বাজারে প্রেরণ করেন।ইবনে হাজার অন্য একজনের মাধ্যমে সেই বাদীকে ক্রয় করে নেন এবং প্রথম স্ত্রীর অদূরে ভিন্ন একটি বাড়ীতে রাখেন। তারপর সেই বাদীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তখন আকিকার সময় প্রথম স্ত্রী জানতে পারেন। এটা প্রচলিত গোপন বিয়ে নয়, বরং এত স্ত্রী থেকে দূরে অন্য স্ত্রী / বাদীকে রাখা।
(সাখাবী কর্তৃক লিখিত আল-জাওয়াহির ওয়াদ-দুরার)