স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেয় নাই।
কিন্তু তাদের কাবিননামায় কি লিখা আছে তারা জানে না। স্ত্রী একজন ওয়াসোওসার রোগী।
স্ত্রী স্বামীকে একদিন এইভাবে জিজ্ঞেস করলো,
"তুমি যেদিন বলেছিলা, তোমাকে কাবিননামায় অধিকার দিলে তুমি কি ওইরকমকিছু(তালাক নেওয়ার কথা বুঝিয়েছে) করবা!
-এইখানে তুমি কি তোমার অধিকার দেওয়ার কথা বুঝিয়েছিলে??"
(এইখানে স্ত্রী স্পষ্ট করে তালাক শব্দ উচ্চারণ না করে স্বামীকে প্রশ্ন করেছে)
তারপর স্বামী স্ত্রীকে উত্তরে বলে -"নাহ। আমি কেনো অধিকার দিবো!"।
স্বামী স্ত্রীর এই আলোচনায় কি তালাকের মজলিস হবে?