আসসালামু ওলাইকুম
১)আমি একদিন রামপুরার একটি মসজিদে নামাজ পড়তে গেলাম।সেখানের ইমাম এসে মাথায় সবুজ পাগড়ি পড়ে ও হাইয়া আলাস সালাহ এর সময় দাঁড়ায়,চোখে চুমু দেয়।তাদের পেছেনে নামাজ পড়লে কি কবুল হবে?
২)যারা নবী নুরের তৈরি বিশ্বাস করে তাদের পেছনে নামাজ পড়া যাবে কি?
৩)আমরা জানি ৪ মাযহাব সঠিক।ইমাম শাফি,হাম্বলি এর মতে নামাজে দেখে দেখে কুরআন পড়লে নামাজ হবে।আমি যদি এমন দেশ বা অঞ্চলে যাই যেখানে তাদের মত মানা হয়।তাহলে কি আমি তাদের পেছনে ফরয সালাত আদায় করতে পারব?