আসসালামু আ'লাইকুম
হুজুর কেনায়া বাক্য সম্পর্কে জানার পর থেকে খুবই দুর্বিষহ জীবন কাটাচ্ছি
স্বামীকে জিগ্যেস করলে সে সবসময় বলে তার কখনো কোন নিয়ত ছিল না
কিন্তু আমি বিভিন্ন সময় বিচ্ছেদ বা ছেড়ে দেয়ার কথা বলতাম তার প্রতিউত্তরে সে কি বলেছিল আমার মনে নেই তাকে জিগ্যেস করলে সে বলে সে কখনো আমাকে নিয়ত নিয়ে কোন প্রতিউত্তর দেয়নি
কিন্তু হুজুর আমি বিচ্ছেদ বা ছেড়ে দেয়ার কথা যখন বলতাম তখন দুইজনের কথাকে তালাকের মজলিস হিসেবে গণ্য করা হবে। স্বামী নিয়ত ছাড়া কেনায়া বাক্য বললেও **** পতিত হবে(এমনটা পড়ে জেনেছি)
কিন্তু হুজুর কোন কথায় স্পষ্ট মনে নেই শুধু মনে আছে তাকে আমি এমন কথা বলতাম
হুজুর এমতাবস্থায় আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে?
দয়া করে উত্তর দিয়ে সাহায্য করবেন