আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সম্মানিত শাইখ,
একজন আন্টি যেমন দ্বীনদার তেমন উনার মিলছে না। কিন্ত উনার বয়স,সময় অনুযায়ী বিয়ে জরুরি হয়ে পড়ছে। চারপাশের মানসিক ও শারীরিক অত্যাচার এ।প্রস্তাব পেলেও তা দ্বীনদার না হওয়ায় উনি কোথাও আগায়নি। এই অবস্থায় একজন হক্কানি হুজুর এর সাথে পরামর্শ করলে উনি শুধু উনার নাম জানার মাধ্যমে উনাকে একটা তদবির আর একটা আমল গ্রহণ করার জন্য বলে, এতে ২মাসের মধ্য হয়ে যাবে, এমন আশা দেয়া হয়।হাদিয়াও আছে। গলায় ঝুলাতে হবে.
১)অনুগ্রহ করে বলবেন, এই তদবির নেয়া কি জায়েজ হবে? অনেক টাকা উনি অলরেডি খরচ করেছে মাধ্যমের মাধ্যমে। এখন এটাই হয়তো শেষ চেষ্টা। দ্রুত উত্তর পেলে উনার উপকার হবে।
২)শুধু নাম দিয়ে কি কিছু দেখা যায়?উনি নাম দিয়ে দেখেছিলেন।