স্বামী স্ত্রী একসাথে বসে ছিল।
তখন স্ত্রী স্বামীকে তালাকের মাসালা শুনাচ্ছিল।
স্ত্রী স্বামীকে এইভাবে বলল-
"কেউ যদি তার স্ত্রীকে বলে অমুক কাজ করলে তুমি তালাক, তখন স্ত্রী সেই কাজ করলে স্ত্রী তালাক হয়ে যায়"।
এটি শুনার পরে তখন স্বামী তার স্ত্রীকে মজা করে মুখে তালাক উচ্চারণ না করে বলল-
"তুমি যদি আমার কথা না শুনো তাইলে ওইসব(তালাক) বলবো।"
"ওইসব" বলতে "তালাক" শব্দকে বুঝিয়েছে। কিন্তু মুখে "তালাক দিবো" বলে "তালাক" শব্দটি উচ্চারণ করে নাই।
এইখানে কি তালাকের মজলিস হবে?