১. স্ত্রী তার স্বামীকে তালাকের মাসালা বুঝানোর সময় এইভাবে বলল- "কেউ যদি তার স্ত্রীকে বলে, তুমি ওইকাজ করলে তালাক, তাহলে স্ত্রী সেই কাজ করলে কিন্তু সাথে সাথেই তালাক হয়ে যায়"।
তারপর স্ত্রী মুখে "তালাক" শব্দ উচ্চারণ না করে "তালাক" শব্দটিকে "ওইটা" বলে ইংগিত করে স্বামীকে এইভাবে জিজ্ঞাস করলো-
"তুমি যখন বলেছিলা মামার বাড়ি গেলে ওইটা(তালাক) বলবা, তখন তোমার মনে কি এমন নিয়ত ছিল মামার বাড়ি গেলে সাথে সাথে ওইরকমকিছু(তালাক) হয়ে যাবে?
স্বামী বলে- "নাহ। এমন নিয়ত ছিল না।"
(এইখানে আলোচনার সময় স্ত্রী জানতো না "বলবো" বললে তালাক হবে না। তাই স্ত্রী স্বামীকে এইভাবে প্রশ্ন করেছে)
স্বামী-স্ত্রীর এইভাবে আলোচনার জন্য কি সেটা তালাকের মজলিস হবে?
২. স্বামী স্ত্রী তালাকের মাসালা নিয়ে আলোচনা করছে যেমন:
স্ত্রী স্বামীকে বলল,
"কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি তালাক, তাহলে তালাক হয়ে যায় স্ত্রী"।
স্বামী স্ত্রীর মধ্যে এইরকম আলোচনার জন্য কি সেটা তালাকের মজলিশ হবে?