বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সফওয়ান ইবনে মুহরিজ (রহ.) থেকে বর্ণিত, এক ব্যক্তি ইবনে উমার (রা.)-কে জিজ্ঞেস করল, আপনি নাজওয়ার (কিয়ামতের দিন আল্লাহ ও তাঁর মুমিন বান্দার মধ্যে গোপন আলোচনা) ব্যাপারে রাসুল (সা.)-কে কী বলতে শুনেছেন? (বর্ণনাকারী বলেন) তিনি বলেছেন, তোমাদের এক ব্যক্তি তার প্রতিপালকের এত কাছাকাছি হবে যে তিনি তার ওপর তাঁর নিজস্ব আবরণ টেনে দিয়ে দুবার জিজ্ঞেস করবেন, তুমি এই এই কাজ করেছিলে? সে বলবে, হ্যাঁ। আবার তিনি জিজ্ঞেস করবেন, তুমি এই এই কাজ করেছিলে? সে বলবে, হ্যাঁ। এভাবে তিনি তার স্বীকারোক্তি গ্রহণ করবেন। এরপর বলবেন, আমি দুনিয়াতে তোমার এগুলো লুকিয়ে রেখেছিলাম। আজ আমি তোমার এসব গুনাহ ক্ষমা করে দিলাম। ’ (বুখারি, হাদিস : ৬০৭০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রকাশ্যে গোনাহ করলে ডাবল অপরাধ হয়। আর গোপনে অপরাধ করলে, সেটাও অপরাধ।তবে গোপনে গোনাহ করার কারণে সেটা সামাজিকভাবে গোনাহের প্রচার প্রসার হয়না।তাছাড়া গোনাহ লুকানো থাকলে উক্ত গোনাহ ক্ষমা হওয়ার সবচেয়ে বেশী আশা থাকে।
(২)
এন,জি ও তে যদি সুদ ও ইত্যাদি হারাম কাজ থাকে,তাহলে তাতে চাকুরী করা হারাম হবে।