ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্পর্শ করার সময় বা দৃষ্টি দেয়ার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ/দৃষ্টি করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও নিষিদ্ধতা প্রমাণিত হবে না। সেই সাথে স্পর্শ/দৃষ্টি করার আগে বা শেষে, হাত ছেড়ে দেওয়ার আগে বা পর যদি উত্তেজনা অনুভূত হয় তাহলেও নিষিদ্ধতার সাব্যস্ত হবে না।
وفى الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعدهما
وفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ، فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1233
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঘুমের সময় কাপড় ঠিক থাকে না। এমন সময় যদি কোন পুরুষের মা ঐ পুরুষের লজ্জাস্থানকে দেখে ফেলে,এবং অন্তরে কামভাব আসে, তাহলে হুরমত সাব্যস্ত হয়ে যাবে।অন্তরে কামভাব না আসলে হুরমত হবে না।
(২)
হুরমত হবে না।এখানে হুরমত সাব্যস্ত না হওয়ার অনেক কারণ রয়েছে।