আসসালামু আলাইকুম শায়েখ, আমার দুইটা প্রশ্ন দুই ঘটনার সাথে জড়িড একটু সমাধান দিলে উপকার হতো। আমি বিরক্ত করার জন্য ক্ষমা করবেন।
ঘটনা ১. আমি একজনকে অনেক আগে বলেছিলাম যে," লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এইটা কলিমা তইয়িবা " এটা হাদীসে কোথাও লেখা নাই, (কোথায় শুনে বলেছিলাম হয়তো)।তখন কালিমার উপর পূর্ণ আকিদা বিশ্বাস ছিলো। আমার যতোদূর মনে পরে তাকে শুধু এই কালিমা হুবুহু কালিমা তৈয়িবা নামে কোরআন হাদীসে নাই
ঘটনা ২ঃ যতোদূর মনে পরছে যে আমি ভাবতাম দূশ্চিন্তা হলে মেডিটেশন করলে কমবে। মাঝে মাঝে মনে হচ্ছে যে এইগুলো কাওকে কাওকে করতেও বলেছি তবে পরিষ্কার মনে পরছে না,(তখন জানতাম না এইগুলো হারাম ও অনেক কুফর জড়িত)
প্রশ্ন১ঃ উপরের ঘটনাদ্বয় প্রায় ৪/৫ বছর আগের মনে হয়।হঠাৎ মনে হওয়ায় প্রশ্ন করলাম,। তবে কতো দিন বলতে পারছি না। আমি দেড় বছর হলো বিয়ে করেছি, উপরের দুই কারণে কি আমার ইমান ভঙ্গ হয়ে গিয়োছিলো? আমার কি বিবাহ নবায়ন করতে হবে?
(সংক্ষিপ্ত আকারে এই প্রশ্ন দুটি আগে করেছিলাম, আপনি বলেছিলেন যে কলিমা পরে ইমান দোহরিয়ে নিলে আল্লাহ ক্ষমা করবেন, এইবার একটু ডিটেলে বর্ননা করেছি, একটু করনীয় বলে দিন জনাব)
ঘটনা ৩ঃ
গতকালকে আমার স্ত্রী হঠাত করে রাগ করে ম্যাসেজে বলা শুরু করে, আমাকে আর পছন্দ করে না ভালোবাসে৷ না বিরক্ত লাগে, ইত্যাদি তখন আরো কিছু কথা হয়।
সে বললোঃ তর মারে ক তরে মেয়ে দেইক্কা বিয়া দিতো। তে আমি না থাকলেও প্যারায় থাকতে না।
আমিঃ পারতায় না?সারাজীবন থাকতায় আমার লগে?
সে বললোঃ মনে হয় না সম্ভব।
আমিঃ আমি কি করতে পারি বলো?
সে বললোঃ তুমি বিয়া করো, অন্য কেওরে তারপর আমি আর থাকতাম্না, এখনতো ফালাইয়া যাইতে পারতামনা।
আমি বললামঃ এখন একটা পরিনতির সময় আইছে..আর এখন ইসব কইরায়(বলতে সংসার শুরু বুঝিয়েছি)
সে বললোঃ তোমার সাথে এরাগেই কিছু করা লাগব। নাইলে পরে দেশ যদি ছাড়া ওয় তারপর। বাট তোমার সাথে আমি সারাজীবন থাকতে পারতাম্না।
এর পরে যখন জিগ্যাস করি এইসব সে ছেড়ে দেওয়ার নিয়তে বলেছে কি না। তখন সে বললো, বর্তমানের নিয়তে কিছু বলে নাই। তবে ভবিষ্যতের নিয়তে বলেছে, অর্থাত বিদেশ যাওয়ার পরে সম্পর্ক ভেঙ্গে ফেলবে বা ছেড়ে দিবে এইসব ভেবে
প্রশ্ন ২ঃ উপরের ঘটনা দ্বারা আমাদোর পরিবারিক জীবনে কি কোনো সমস্যা হবে?
জাজাকাল্লাহ শায়েখ।