বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি যে দু'আর কথা বর্ণনা করেছেন.................
আল্লাহুম্মা ইয়া নুরু তানাওয়ার্-তা বিন্ নূরি ওয়ান্ নূরি।ফী নূরিকা ইয়া নূরু,আল্লহুম্মা বারিক্ আলাইনা ওয়ার্ ফা 'আন্না বালায়িনা ইয়া রাউফু।লাব্বায়কা ওয়া আর্ হাম লাব্বায়কা ওয়া আজাম্ লাব্বায়কা ওয়া আক্ রাম লাব্বায়কা।ইন্নাল্লাহা ইয়াব্য়াসু মান্িফল্ কুবুরি,আল্লাহুম্মার্ জুক্-না খায়রাদদ্বীনি মায়া'ল ক্বার্-বি ওয়াল্ এখ্লাছি ওয়াল্ এসতিক্বামাতি বিলুত্বফিকা,ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খাল্-কিহী মুহাম্মাদিওঁ ওয়া আলিহী ওয়া আস্হাবিহী আজ্মাঈন।ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান্ কাসীরা বিরাহ্-মাতিকা ইয়া আর্-হামার্ রাহীমিন।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এমন কোনো দু'আ কুরআন সহীহ সুন্নায় বর্ণিত হয়নি।