আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি বিবিএ করছি, এবার ফাইনাল সেমিষ্টার এ।
তো নভেম্বর থেকে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
আর, আমি যে শিক্ষকের আন্ডারে পড়েছি, উনি খুব ই কড়া।
University পড়ার মাঝামাঝি সময় আল্লাহ্ পাক আমাকে হেদায়ত নসিব করেন।
এখন যেইটা হচ্ছে, আমি জাস্ট চাচ্ছিলাম কোনরকম বিবিএ টা শেষ করে ফেলি, কিন্তু চাকরি করবো না ইং শা আল্লাহ্। আর আমার স্বামীও চায় না। আলহামদুলিল্লাহ!
যে শিক্ষকের আন্ডারে পড়েছি উনার কথা হচ্ছে,৩-৪ মাস একদম রেগুলার অফিস করতে হবে। আর এমনিতেও উনি কড়া, দেখা যায় সিনিয়র অনেক কে ই আটকে রেখেছে এপ্রুভাল দেন নি।
আর অনেক সিরিয়াসলি উনি ইনভেসটিগেট করেন।
তো যাই হোক, আমি চাচ্ছি কোনরকম ফাঁকিবাজি করে জাস্ট এইটা শেষ করি। তাই আমার ইচ্ছা যদি সম্ভব হয় আমি আমার স্বামীর অফিসে এপ্লাই করবো, আর যদি ওখানে কনফার্ম হয়, তাহলে অফিস করবো না। না করেই, রিপোর্ট করবো, আমার স্বামীর থেকে সহযোগিতা নিয়ে।
আমার প্রশ্ন হচ্ছে, আমি চাচ্ছিলাম ইন্টার্নশিপ না করে এভাবে একটা রিপোর্ট করে দিলে, এটা কি গুনাহ্ হবে?? আমার হাসব্যান্ড বলতেছে, এটা নাকি প্রতারণা হয়ে যায়।
উল্লেখ্য, ইন্টার্নশিপ না করলে বিবিএ এর কম্প্লিশন সার্টিফিকেট পাবো না, এটা তে ২০০ মার্ক।
কি করতে পারি, পরামর্শ দিয়ে সহায়তা করবেন।