ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্ত্রী একদিন স্বামীকে জিজ্ঞেস করলো,
"তুমি যখন বলেছ অমুক জায়গায় গেলে তালাক দিবা, তুমি কি আসলেই অমুক জায়গায় গেলে তালাক দিতে?"-
তখন স্বামী বলে- "নাহ। কখনই না।"
স্বামী- স্ত্রীর একসাথে বসে উক্ত কথোপকথনের জন্য সেইটা তালাকের মজলিশ হবে। কেননা এখানে তো তালাকের আলোচনাই চলছে।
(২)
স্বামী যদি স্ত্রীকে এইভাবে বলে, "তোমাকে তালাকের অধিকার দিলে কি তুমি আমাকে ছেড়ে দিবা?" - স্বামীর এই কথার জন্য স্ত্রী তালাকের অধিকার পাবে না।
(৩)
স্বামী যদি স্ত্রীকে বলে, "তোমাকে তালাকের অধিকার দেওয়া থাকলেও কি তুমি আমাকে ছেড়ে দিবা?"- স্বামীর এইভাবে কথা বলার জন্য স্ত্রী তালাকের অধিকার পাবে না।
(৪)
রিতার তালাক নেওয়ার অধিকার আছে।
রিতা যদি বলে, স্বামী অমুক কাজ করলে তালাক হবে, যদি রাতার উদ্দেশ্য হয়, আমার নিজের উপর তালাক হবে তাহলে স্বামী অমুক কাজ করলে, রিতার উপর তালাক পতিত হয়ে যাবে।