ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﺇﺫﺍ ﺻﻠﻰ ﺃﺣﺪﻛﻢ ﺍﻟﺠﻤﻌﺔ ﻓﻠﻴﺼﻞ ﺑﻌﺪﻫﺎ ﺃﺭﺑﻊ ﺭﻛﻌﺎﺕ
(ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ » ﻛﺘﺎﺏ ﺍﻟﺠﻤﻌﺔ » ﺑﺎﺏ ﺍﻟﺼﻼﺓ ﺑﻌﺪ ﺍﻟﺠﻤﻌﺔ)
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যখন তোমাদের মধ্যে কেউ জুম্মার নামায পড়বে তখন সে যেন জুম্মার পর চার রাকাত সুন্নাত (মুয়াক্কাদা)নামায পড়ে। (সহীহ মুসলিম- ৮৮১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জুমুআহ এর পূর্বে ও পরে চার রাকাত করে নামায পড়াই উত্তম।
(২)
স্ত্রীর রূপের ও গুণের উভয়ের প্রশংসা করবেন।প্রশংসা করতে যেয়ে অতিরিক্ত প্রশংসা করতে যাবেন না।কেননা এতেকরে স্ত্রী অহংকারী হয়ে যেতে পারে।
(৩)
এ্যাপের মাধ্যমে ফোনের সেট মেমোরিতে ভিডিও ডাউনলোড করা নাজায়েয হবে না।