১..আমি একটি কলেজে হোস্টেলে থাকি। সেখানে কেও থাকার জন্য উঠলে প্রচলিত নিয়ম অনুযায়ী দুই জন শিক্ষার্থী ১৫ দিনের জন্য ডায়নিং ম্যানাজার হয় যারা বাজার করা হিসাব রাখা সব কাজ করে। ১৫ দিন পর পর ডায়মিং এ যারা খায় সকল ডায়নিং মিটিং হয় সেখানে পরবর্তী ম্যানাজার সিলেক্ট করা হয়। তো অনেকে হোস্টেলে থাকলেও ম্যানাজারি করে না বা ফাকি দিয়ে দেয়, সুবিধা মতো হয় না তাই করতে পারে না। তাই এর বদলে তাদের জরিমানা করা হয়। আসলে ম্যানাজারি করাটা অনেক কষ্টের যারা থাকলো কিন্তু করলো না তাদের জন্য এই জরিমানা। আবার অনেকে মিটিং এ আসতে চায় না, তাই যারা ওই দিন রাতে খেয়েছে ডায়ণিং এ, কিন্তু মিটিং এ আসে নাই তাদের ও জরিমানা করা হয়, এইটা চলে আসছে নিয়ম অনুযায়ী। ম্যানাজারি করার পর উদৃতি + এই দুই জরিমানা, মিলে যে টাকা হয়, ওইটা দিয়ে একদিন ডায়নিং এর সবাই খাওয়া দাওয়া তা কি হালাল হবে?যেদিন করলাম ওইদিন ১০০% এটেন্ডেন্স তো হবে না অনেকে বাড়িতে থাকবে, বা বাইরে তো ওই দিন যারা থাকবে তাদের নিয়ে ওই টাকার খাবার খেয়ে নেওয়া কি বৈধ হবে?
.২. ইসলামি রাষ্ট্রে বিধর্মীরা তাদের ধর্ম প্রচার করতে পারবে কি না? এই প্রশ্ন দেখে আমার কেনো জানি প্রথমে মনে হয়েছিলো পারবে, পরে জবাবে দেখলাম পারবে না।পরে অনেক খোজ করলাম যে এটা নিয়ে কোনো ইখতেলাফ আছে কি না, এই ভয়ে যে আমি মনে মনে যে ভেবেছিলাম এরজন্য ইমানে সমস্যা হবে কি না। পরে পারবে না উত্তর ই মেনে নেই। আজকে আবার এই বিষয় মাথায় আসলে ভয় হয় যে এই বিশ্বাসের জন্য ইমানে সমস্যা হয় কি না, পরে মনে মনে ভাবি যে এইটা এরা করতে পারবে কি না তা আরো জানতে হবে। পরে আবার মনে হলো এটা তো হয় না, এটা এরা করতে পারবে না। আমার এইসব ভাবনায় কি ইমানে সমস্যা হবে? এরা ইসলামি রাষ্ট্রে প্রচার করতে পারবে না, এটাই তো সঠিক?
৩. খাওয়ার উদ্দেশ্যে যদি কোনো মিলাদের না করে শেষে দোয়ায় যুক্ত হই, তবে খাওয়া টা কি হালাল হবে? এইটা করতে পারবো?অনেক সময় মিলাদ পরে বেশ ভালো খাবার দেয়।
৪.কোনো মাসআলায় কোনো জিনিস হারাম/হালাল জানার পর যদি সন্দেহ হয়, তবে বিস্তারিত জেনে একটা সিদ্ধান্ত নিবো এই ভেবে এটাকে মনে রেখে দিলে কি ইমানে সমস্যা হবে?হালাল/হারাম কোনো সিদ্ধান্তে না গিয়ে।
৫. হারাম/হালাল জানা সত্যেও এটা হারাম না হালাল জানি না বললে কি ইমানে সমস্যা হয়?
৬. কোনো কাজে কুফরি হলো কিনা সন্দেহ হলে যদি নিজে নিজে কলিমা শাহাদাত পড়ি তওবা করি এতে সমস্যা হবে না তো?
৭. কলিমা তৈয়িবা পড়লে কি ইমান নবায়ন হয়? না কি কলিমা।শাহাদত পড়াই জরুরী.
৮. সুরা ওয়াকিয়াহ তে আল্লাহ জান্নাতী নারী সম্পর্কে বলেছেন, "সোহাগিনী ও সমবয়স্কা"। এর ব্যাখায় কেও যদি বলে তারা স্বামীর সম বয়সী, আবার কেও যদি বলে তারা নিজেরা নিজেদের সমবয়সী স্বামীর ছোট বড় হতে পারে। তবে আমরা কোনটা সঠিক মানবো। আর এই দুই পক্ষের কাওকে কি কুফরির দিকে নিসবত করা যায়?
জাজাকাল্লাহ