আমার এক কলিগ নতুন চাকুরী খুঁজছে। এক্ষেত্রে আমি একটি চাকুরীর বিজ্ঞাপন দেখি যেটা হচ্ছে সফটওয়্যার এর সাপোর্ট দেওয়া।
এখন এই সফটওয়্যার সাধারণ ওয়েবসাইট থেকে, হারাম ওয়েবসাইটেও ব্যাবহার হয়। এক্ষেত্রে, উক্ত চাকুরীতে হালাল কিংবা হারাম সব সাইটের ব্যাবহারকারিকেই সাপোর্ট দিতে হবে।
এই ধরনের চাকুরী একজন মুসলিম করা কি জায়েজ হবে?
আর যদি কোনো মুসলিম নিজে এই চাকুরী না করে কোনো অন্য ধর্মের লোককে দেয় (উনাকে বিস্তারিত জানানোর পর), তাহলে সেই লোক যদি ঐ চাকুরী করে সেটার দায়ভার/গুনাহ কি মুসলিম ব্যক্তির উপর পড়বে?