আসসালামু'আলাইকুম শায়েখ,
আজকে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায়ের সময়, ইমাম সাহেব ৩য় রাকাতের রুকুতে থাকাবস্থায় আমি সাথে সাথে তাকবিরে তাহরিমা দিয়ে রুকুতে যাই এবং তখনই ইমাম রুকু থেকে উঠে যান। ফলে আমি রুকুতে ইমামকে এক তাসবীহ পরিমাণ পাই নি। পরে আমি এক রাকাত পাইছি ধরে নিয়ে বাকি দু'রাকাত নামাজ আদায় করে নিছি। এক্ষেত্রে আমার নামাজ হবে কি? নাকি আবার পড়তে হবে?
জাযাকাল্লহ্