১. আজকে পুরাতন মেইলে দরকারি মেইল খোজতে গিয়ে আমার বউ এর একটি মেইল পাই, তখনের ঘটনা হালকা মনে আছে,কোনো বিষয়ে ঝগড়া নিয়ে ও আমাকে ব্লক করে ফেসবুকে তখন তাকে ম্যাসেজ দেওয়ার জনয় মেইল করি, এর জবাবে সে লিখে, "সরি ভাই। আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ ভালো থাকেন। আল্লাহ হাফেজ" আজকে সেটা দেখে তাকে যখন এর সম্ভর্কে জিগ্যেস করি যে, তুমি তালাকের নিয়তে কি মেইল টা দিয়েছিলে? সে বলে, এই মেইলের কথাই তার মনে নাই। পরে তাকে বলি মনে না থাকলে কি করার আর। আগের মেইল ২০২১ এর।
এই অবস্থায় কি তালাক পতিত হবে? তাকে কি আলাদা ভাবে নিয়ত সম্পর্কে জিগ্যাস করতে হবে? করনীয় কি?
(তার অধিকার আছে)
২. কেও যদি তালাক লিখার সময়, মুখে তালা চাবি উচ্চারণ করে, বা বলে তালাক মানে তালাচাবি, তবে কি পরবর্তীতে বউ কে তালাচাবি বললে সমস্যা হবে?
৩. তালাক লিখার সময় বউ এর কথা কল্পনা বা মাথায় আসলে।কি সমস্যা হবে?দেওয়ার নিথ ছাড়া।
৪. মন্দির এর গঠন দেখে প্রসংসা করলে যে এইটা অনেক সুন্দর এবং "বৌদ্ধ সাধু দের আদলে বসার ভংগি" বা "হিন্দুদের পুজায় ব্যবহৃত ছোট গ্লাস, একটা জিনিস হিসাবে সুন্দর লাগার পর কিনে রাখলে" ধরলে এই দুই কাজ করলে কি ইমান চলে যাবে?