হযরত মুহাম্মাদ ﷺ কে শুনেছি সোমবারে সাওম পালন করতেন জন্মবারের স্মরণে। জন্মবার যদি স্মরণ করা যায়, তাহলে জম্মদিন স্মরণ করলে কি সমস্যা হবে?
আর, এক্ষেত্রে উইশ করার বিধান কি? যেহেতু নবী ﷺ থেকেই জন্মকে স্মরণীয় করার বিষয়টি প্রযোজ্য, তাহলে এটাকে একটু ভিন্ন উপায়ে স্মরণে আলিমগণ নিষেধ করেন কেন? যেহেতু সরাসরি কুরআন/হাদিসে নিষেধাজ্ঞা নেই।
জাযাকাল্লাহ।