আমার এবং আমার স্বামীর ভিতরে রাগারাগি অবস্থায় একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচনার বিষয়বস্তু ছিল মাদ্রাসা কেন্দ্রিক। আমি একটি নূরানী মাদ্রাসা নতুন করে শুরু করছি এই ব্যাপারে। মাদ্রাসাতে একটি বাথরুম। এজন্য তার এখানে আশায় আপত্তি। তো আমি তাকে কথার এক পর্যায়ে বলি,
" তোমার তাহলে এখানে আসা লাগবে না, আমি মাদ্রাসার শিক্ষিকাদের নিয়ে আমার মতন করে আমি থাকি "
উক্ত কথাটি আমি রাগের মাথায় বলেছি অর্থাৎ মাদ্রাসায় না আসার উদ্দেশ্যে তালাকের আবেদন এর উদ্দেশ্যে নয় ।
এই কথার প্রতিপেক্ষিতে উনি রাগের মাথায় আমাকে কিছু কেনায়া বাক্য বলেছেন, যেমন: "তাইলে তো তুই আর আমার অধীনস্থ থাকলি না, তাইলে তোর আমার সাথে থাকার কি দরকার?", তোর আর আমার সাথে থাকা লাগবে না , তুই থাক তাহলে তোর মতন । এগুলো উনি তালাকের নিয়তে বলেনি ।
উপরোক্ত আলোচনায় কি তালাক পতিত হয়েছে?