আমি বউকে বলেছিলাম, ''জীবনে আর কোনদিন অমুক কথা বললে ওই মুহুর্তে তালাক হবে'', সে আর সেকথা বলেনি। কিন্তু আমি পরমুহুর্তেই সেই কথা ফিরিয়ে নিয়েছি। কারণ সে অনিচ্ছা সত্ত্বেও, অবভ্যাসের কারনে ভুলে বলে ফেলতে পারে। যদি বউ সে কথা বলে তাহলে কি তালাক হয়ে যাবে? তালাক দেয়া আমার উদ্দেশ্য ছিল না। তাকে বিরত রাখার জন্য বলেছিলাম।