আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
213 views
in সালাত(Prayer) by (48 points)
edited by
যদি এমন হয় যে আমি নামাজ পরার সময় মুখে লেগে থাকা পানি ( সম্ভবত ওজুর ) মুখের ভেতর চলে যায়, কিন্তু আমি নিশ্চিত না যে আমি তা গিলেছিলাম কি না, তবে আমার নামাজের কি হবে? যদি নামাজ শেষ করে ফেলে থাকি তবে?

আমি নিশ্চিত ছিলাম না যে অল্প পরিমান পানিটা আমি গিলে ফেলেছিলাম কিনা।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

হাদীস শরীফে এসেছেঃ   
عن عطاء أنہ قال: لا یأکل ولا یشرب وہو یصلي، فإن فعل أعاد۔ (المصنف لعبد الرزاق، المکروہات / باب الکلا في الصلاۃ ۲؍۳۳۲ رقم: ۳۵۷۹، الفتاویٰ التاتارخانیۃ ۲؍۲۳۵ رقم: ۲۲۷۱ زکریا)

নামাজ রত অবস্থায় কোনো কিছু খাবেনা,পান করবেনা।
যদি কেহ এমন করে,তাহলে পুনরায় উক্ত নামাজ আদায় করবে।  

সুতরাং নামাজ রত অবস্থায় চেহারার সামান্য পানিও যদি মুখে গিয়ে গলার ভিতর চলে যায়,তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।   

বিস্তারিত জানুনঃ  
,
★কিন্তু প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার যদি প্রবল ধারনা হয় যে আপনি চেহারার উক্ত পানি,যেটা মুখে চলে গিয়েছিলো,তা আপনি গিলে ফেলেননি,বা চেহারার পানি মুখেই যায়নি,তাহলে আপনার নামাজের কোনো সমস্যা হবেনা। 

لمافی الاشباہ والنظائر (ص۵۶):القاعدة الثالثة: اليقين لا يزول بالشك:
নিশ্চিত ধারনা সন্দেহ পোষনের দ্বারা বিলুপ্ত হয়না।  
.
 رواه مسلم عن أبي هريرة رضي الله عنه مرفوعا "{ إذا وجد أحدكم في بطنه شيئا فأشكل عليه أخرج منه شيء أم لا فلا يخرجن من المسجد حتى يسمع صوتا ، أو يجد ريحا } "

যার সারমর্ম হলো বায়ু বের হওয়া নিয়ে সন্দেহ হলে সেই সন্দেহের দিকে ভ্রুক্ষেপ করা যাবেনা,হ্যাঁ যদি বায়ু বের হওয়ার আওয়াজ অথবা গন্ধ পায়,তাহলে বায়ু বের হয়েছে বলে ধরবে।    
,
★আর যদি আপনি নিশ্চিত হোন যে চেহারার পানি অবশ্যই গলায় চলে গিয়েছে,তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।
পুনরায় উক্ত নামাজ আদায় করতে হবে।
,
আর যদি আপনি গলায় পানি যাওয়া,না যাওয়া কোনোটার সম্পর্কেই নিশ্চিত না হোন,সন্দেহ হয় যে গিয়েছে কিনা,আর আপনার চেহারায় মুখের আশেপাশে  পানিও ছিলো,তাহলে উক্ত নামাজ পুনরায় আদায় করে নেওয়া প্রয়োজন।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 457 views
...