১. স্বামী যদি তার স্ত্রীকে বলে, "তুমি বেশি দিন সংসার করতে পারবা না। তুমি আমারে ছাইড়া দিবা"- এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে?
২. স্বামী যদি স্ত্রীকে বলে, "তুমি আমারে ছাইড়া দিবা। বেশি দিন সংসার করতে পারবা না" - এইভাবে কি স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া বুঝায়? স্ত্রী কি তালাকের অধিকার পেয়ে যাবে?