ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
নম্রতা ও সরলতা সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন-
وَعِبَادُ الرَّحْمَـٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। সূরা ফুরকান, আয়াত নং-63
বড়দের সম্মান প্রদর্শনের ব্যাপারে হাদীস শরীফে এসেছে-
وَعَن عَمرِو بنِ شُعَيبٍ، عَن أبِيهِ، عَن جَدِّهِ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ غِيرنَا، وَيَعْرِفْ شَرَفَ كَبيرِنَا حديث صحيح رواه أَبُو داود والترمذي، وَقالَ الترمذي: حديث حسن صحيح.
’আমর ইবনু শুআইব রাদিয়াল্লাহু ’আনহু তাঁর পিতা থেকে এবং তিনি (শুআইব) তাঁর (আমরের) দাদা (আব্দুল্লাহর ইবনু আমর) রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’সে আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান জানে না।’’ (সহীহ হাদীস, আবূ দাঊদ, তিরমিযী, হাসান সহীহ) আবূ দাঊদের এক বর্ণনায় আছেঃ ’’আমাদের বড়দের অধিকার জানে না।’’ তিরমিযী ১৯২০, আহমাদ ৬৬৯৪, ৬৮৯৬, ৭০৩৩
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১, ভুলবশত পিতা-মাতার শরীরে পা লেগে গেলে তা ক্ষমাযোগ্য৷ এতে কোনো গোনাহ হবে না ইনশাআল্লাহ৷ তবে কখনো ইচ্ছাকৃত ভাবে পা লাগানো যাবে না৷ লাগালে গোনাহ হবে৷
সুতরাং কখনো যদি তাদের শরীরে ভুলবশত পা লেগে যায় তাহলে নম্রতা ও ভদ্রতা দেখানোর জন্য তাদের কাছে ক্ষমা বা মাফ চেয়ে নিতে পারেন৷ অথবা ভুলবশত যে পা লেগেছে এটা বললেও হবে৷ আবার এভাবেও বলতে পারেন যে, "আফওয়ান"৷
২, যদি ভুলবশত লাগে তাহলে এতে কোনো গোনাহ হবে না ইনশাআল্লাহ৷