যারা মাযূর, তারা যদি ফজরের/যোহরের ওয়াক্ত শেষ হওয়ার পরপরই ওযু করে অর্থাৎ নিষিদ্ধ ওয়াক্তে ওযু করে,সেই ওযু দিয়ে কি পরবর্তী ওয়াক্তের সালাত আদায় করতে পারবে? বা কুরআন স্পর্শ করতে পারবে? যেমন আমি ফজরের পরে নিষিদ্ধ ওয়াক্তে ওযু করলাম,তারপর নিষিদ্ধ ওয়াক্ত শেষ হলে সালাতুদ দোহা আদায় করলাম। এরূপ করা কি যাবে?
নাকি নিষিদ্ধ ওয়াক্ত শেষ হলে নতুন করে ওযু করতে হবে?