ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি প্রথমে https://www.ifatwa.info/52587 নং প্রশ্নে তালাক নিয়ে জিজ্ঞাসা করেছিলেন।আমরা উত্তর পাঠিয়ে ছিলাম যে, যে কোনো ছেলের আইডি ঘাটাঘাটি করলে তালাক হবে।যেহেতু আপনার প্রশ্ন থেকে স্বামীর এমনই ইচ্ছা বুঝতে পেরেছিলাম।
কিন্তু পরবর্তীতে আপনিব https://www.ifatwa.info/56428 নং ফাতাওয়ায় বলেছিলেন, স্বামীর উদ্দেশ্য ছিল, এমন কোনো আইডি যে আইডি হবে কোনো যুবক বা ছেলের। তখন আমরা জবাবে বলেছিলাম, স্বামীর এমন নিয়ত থাকলে, তখন শুধুমাত্র ঐ জাতীয় আইডি ঘাটাঘাটি করলেই তালাক হবে, নতুবা তালাক হবে না।
এখন উক্ত প্রশ্নের আলোকে আপনার জবাব হল,
(১)এখানে বায়ে তালাক হবে। কেননা শর্তের মাধ্যমে যে তালাক হয়, সেটা বায়েন হিসেবে পরিগণিত হয়।
২) শর্তের মাধ্যমে বা কেনায়ার মাধ্যমে হলে,বায়েন তালাক হয়। তাছাড়া তালাকের সাথে বায়েন উল্লেখ দ্বারাও বায়েন তালাক পতিত হয়।
৩) রেজয়ী তালাক হলে, রাজ'আত করার মাধ্যমে সংসার করা যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2579
আর বায়েন তালাক হলে, নতুন বিয়ের মাধ্যমে সংসার করা যায়।তবে উভয় ক্ষেত্রে তিন তালাক হয়ে গেলে আর সংসার করা যাবে না।
৪) যদি কোনো সংখ্যা উল্লেখ না করে,তাহলে সর্বনিম্ন এক তালাক পতিত হবে।শুধুমাত্র প্রথমবার শর্ত পাওয়ার সাথে সাথেই তালাক হবে।পরবর্তীতে আর কোনো তালাক হবে না।
৫)স্বামী যদি বলে,এটা নিয়ত ছাড়া ভয় দেখানোর উদ্দেশ্যে বলেছি,যাতে কাজটা না করো-
স্বামীর এমন কথা গ্রহণযোগ্য হবে।
৬)স্বামী বার বার নিষেধ করে এই দিনের বিষয়ে প্রশ্ন না করতে,কথা না তুলতে।ঐদিন কি বলেছিলো তার মনে নেই ঠিকমতো। কথা তুললেই রেগে যান। তিনি যেরুপ ছেলের জন্য শর্ত জুড়ে দিয়েছেন,সেরুপ আইডি,বা ছেলের প্রোফাইল ঘাটিনি,তিনি তা বললেন।কিন্তু,আমি তার সঠিক নিয়তটা ক্লিয়ার হতে প্রশ্ন করেছি বার বার,তিনি অনেক বেশি রাগেন।
এক্ষেত্রে আপনার ক্লিয়ার হওয়া উচিত,যাতেকরে সঠিক ফাতওয়া পেতে পারেন।প্রয়োজনে পরিবারের অভিভাবকদের বিষয়টি অবগত করে নিতে পারেন।
বিঃদ্রঃ
বেশ তো বেশ এখানে এক তালাক বায়েন পতিত হবে। সুতরাং আপনার জন্য উচিৎ, বিষয়টি ক্লিয়ার করে প্রয়োজনে বিয়েকে দোহড়িয়ে নেয়া বা নতুনভাবে বিয়ে করে নেওয়া।