বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(আ)ওয়াহবিদের বড় সমস্যা হল,তারা মনে করে তারা ব্যতীত আর কেউ কখনো হক হতে পারে না।সবাই গোমরাহ বা কাফির শুধুমাত্র তারাই মুসলমান।
(ই)নামধারী সুন্নীদের অধিকাংশ কাজই বিদ'আত। ওয়াহাবীরা বিদ'আত বিরোধী। তাই তারা পরস্পর বিরোধী। তবে যারা দেওবন্দী তারা মধ্যপন্থা অবলম্বী।
(ঈ)
সুফিজম হল,আত্মার সংশোধন। এর জন্য মাদানী বা থানভী সহ দেওবন্দী কোনো বুজুর্গ বা তাদের খলিফাতের শরণাপন্ন হতে পারেন।মাওলানা কালিম সিদ্দিকির সোহবতপাপ্ত ব্যক্তি মাওলানা মুফতা জুবাইর সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন।
(উ)
যাবে।
(ঊ)
অজু ব্যতীত তিলাওয়াতের সিজদা দেয়া যাবে না।
(আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ-১৬/৫২)