বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কবিরা গোনাহ করলে কেউ কাফির হয় না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2260
কবিরা গোনাহ করলে কি মানুষ মুসলমান থাকবে?এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/786
সে সমস্ত হাদীসে কবিরা গোনাহ করলে কাফির হওয়ার কথা বর্ণিত রয়েছে,সে সব হাদীসের ব্যখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/779
আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার একটি আকিদা হল,মানুষ কবিরা গোনাহে লিপ্ত হলে সে গোনাহগার হবে তবে কাফির হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1402
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইবাদতের যোগ্য ও উপযুক্ত একমাত্র আল্লাহ তা'আলা। অন্য কাউকে ইকাদতের উপযুক্ত মনে করা শিরক। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তা'আলার।আল্লাহ তা'আলাই আমাদের সৃষ্টিকর্তা,খালিক ও মালিক এবং পালনকর্তা।সবকিছুই তার হুকুমে চলে।এক্ষেত্রে অন্যকে শরীক মনে করা শিরক। তবে আল্লাহকে স্বীকার করার সাথে সাথে কোনো গোনাহের প্রতি মহব্বত থাকার কারণে কেউ কাফির হবে না।হ্যা, তার কবিরাহ গোনাহ হবে।
সুতরাং প্রশ্নের বিবরণমতে কোনো গোনাহের কাজকে পছন্দ করার কারণে কবিরা গোনাহ হবে।তবে এজন্য কারো ঈমানে কোনো সমস্যা হবে না।