বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(ক)
জ্বী, এ রগগুলি যেহেতু মাংসের সাথে মিশে আছে,তাই এগুলোর হুকুম মাংসের মতই।সুতরাং এগুলো খাওয়া অনুমোদন রয়েছে।হাড্ডির ভিতরের কালো অংশকে খাওয়াও জায়েয রয়েছে।
(খ)
আপনার প্রয়োজন অতিরিক্ত খাবারের হকদ্বার হল,আপনার আশপাশের নিঃস্ব লোকজন।
وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ
এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।(সূরা হুযরাত-১৯)
যদি তারা না থাকে,তাহলে আপনার আশপাশের জীবজন্তু আপনার অবশিষ্ট খাবারের হকদার।সুতরাং আপনার প্রয়োজন অতিরিক্ত খাবারকে আপনি আপনার আশপাশের জীবজন্তুর জন্য ছেড়ে দিবেন।