আসসালামু আলাইকুম
অনেক টেনশনে আছি ,একটু জানাবেন দয়া করে।
*স্বামী স্ত্রীকে বললো , যেমন কুকুর তেমন মুগুর। স্ত্রী ভাবলো তাকে কুকুর বলা হয়েছে । স্ত্রীকে অনেক ভাবেই বুঝানোর চেষ্টা করা হল কিন্তু কোন ভাবেই বুঝানো গেলো না যে কথাটি তাকে বলা হয়নি এটা শুধু প্রবাদ বাক্য।
স্ত্রী তখন বলে , আমি কুকুর হইলে আমার সাথে থাকতে আসো কেন?
সামী স্ত্রীর উক্ত কথাটি খেয়াল করেনি এবং স্ত্রীকে থামানোর উদ্দেশ্যে যাতে আর কথা কাটাকাটি না হয় তখন বলে,
" যা,যা, হইছে " ( বলার উদ্দেশ্যে স্ত্রীকে থামানো যাতে কথা না বাড়ে ,ঠিক আছে যা, যা হইছে বাদ দে আমি মেনে নিলাম আমি বলছি কুকুর এই ধরনের কিছু বুঝাইতে চেয়েছে সামী)
সামীর বক্তব্য ,সে অন্য কোন নিয়তেই উক্ত কথাটি বলেনি আর সে স্ত্রীর কথাটি ভালোভাবে শুনেনি বা খেয়াল করেনি ।যাতে ঝগড়া না হয় ,স্ত্রীকে থামানোর উদ্দেশ্য কথা যেন না বাড়ে সেই জন্য নিজের দোষ মেনে নিয়ে বুঝাতে চেয়েছে একথার দারা " যা যা হইছে বাদ দে আমার দোষ হইছে আমি কুকুর তোকে বলছি , আমার ভূল হইছে যাতে সে চুপ হয়ে যায় "। সামীর কাছে মনে হচ্ছে যে "যা,যা, হইছে " কথাটা আগে বলা হয়েছে পরে হয়ত স্ত্রী "বলেছে আমি কুকুর হইলে আমার সাথে থাকতে আসো কেন?" ।কারন সামীর স্পষ্ট ধারনা স্ত্রী এমন কথা বললে সামী শুনে থাকলে সে কখনই এমন উত্তর দিতো না।
উল্লেখ্য সামী এই বিষয়ে একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছিলো।উনি বলেছে ,কোন সমস্যা নেই। সামী ওয়াসওয়াসার আক্রান্ত হওয়ার কারনে আতংকিত হয়ে যায় , তাই প্রশ্ন লিখে রাখে যাতে পরে এই ধরনের ওয়াসওয়াসা আসলে যেন প্রশ্ন দেখে উত্তর গ্রহণ করতে পারে।বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারন আপনাদের উত্তর পেলে একটা মানষিক শান্তি কাজ করে তাই প্রশ্ন করা হল।
কোন বিষয়ে ফাতাওয়া নেয়ার পর উক্ত বিষয়ে নতুন কোন সন্দেহ হলে পুনরায় প্রশ্ন করাটা কি ঠিক ?