আসসালামু আলাইকুম।
শায়েখ,
আমার মনে গত কয়েকমাস যাবত বিভিন্ন প্রকার আজে বাজে চিন্তা আসছে। আমার ওসিডি আছে। এক প্রকার মানসিক রোগ। ডাক্তারের এর পরমর্শে ঔষধ খায়ছি কিছুদিন। তবুও মনের ভিতর আজে বাজে চিন্তা আসা ঠিক হয়নি। তাই পরে আর ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ডাক্তারের পেসক্রিকশন অনুযায়ী আমার চিন্তার বাতিকগ্রস্থ রোগ আছে। এর জন্য আমার এসব নোংরা চিন্তা ভাবনা এসে থাকতে পারে। যা আমাকে কষ্ট দিচ্ছে। কোন কোন সময় আমার মনে এতটায় বাজে চিন্তা আসে যে, আমি আমার ঈমান নিয়ে সংসয়ে ভুগি। এসব চিন্তা আমি কন্টোল করতে পারি না। তালাকে নিয়ে তিব্র মানসিক সমস্যা ফেস করার জন্য শায়েখেরা আমাকে ওয়াসওয়াসার স্বিকার বলে আখ্যায়িত করে আমার তালাক বা কুফুরি কোনটায় কার্যকর হবে না বলে ফোতোয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরেও কিছু প্রশ্ন না করে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আশা করি আপনাদের মূল্যবান সময় আমাকে একটু দিয়ে আমার সহায়তা করবেন।
কিছু মনে করবেন না শায়েখ। আপনারা সমস্যা নেই বললে একটু শান্তি পায়। না হলে ভয়ে কোন কাজে,বা খেতে মন বসে না। বুকের ভিতর ধড়ফড় করে।
এগুলা দেখলে বুঝবেন আমি কতটা মানসিক যর্ন্তনায় আছি ও আমার ওয়াসওয়াসা জনিত প্রশ্ন।
https://ifatwa.info/56343/
https://ifatwa.info/56005/
https://ifatwa.info/55576/
https://ifatwa.info/56429/
https://ifatwa.info/56539/
(১) নামাজের ভিতরে আমার মনে আজে বাজে খেয়াল আসে। নামাজের ভিতর আমার মনে এসেছে যে, আমি যদি বাসে কোথাও যায় আর তখন নামাজের ওয়াক্ত চলে আসে তাহলে তো বাস থামাতে হবে। তখনি আবার মনে চলে এসেছে যে, তাহলে যদি বাসে হিন্দু থাকে ওদের কোন ইবাদতের কিছুতেও তো থামানো উচিত। এখন আমার মনে সন্দেহ হচ্ছে আমি কি দুই ধর্মকেই সমান গুরুত্ব দিলাম বা হিন্দু ধর্মকে সত্য মনে করলাম? এমন চিন্তা মাথায় চলে আসছে বার বার ।
এতে কি আমার ঈমানের কোন ক্ষতি হবে শায়েখ???
(২) তালাক নিয়ে ওয়াসওয়াসা আছে আমার। সবকিছুতেই তালাক হয়ে গেছে কিনা মনে সন্দেহ হয়। দুপুরে ভাত খায়নি বলে,ওয়াইফ আমাকে বললো, তোমাকে যে কি বলবো। তখন আমি বললাম কি বলবে?? এটা বলার পর মনে হচ্ছে কেনায়া শব্দ হয়ে গেল নাতো? কারন আমার মনে সবসময় তালাক তালাক চলতে থাকে। ওয়াইফ এর সাথে হেসে হেসে কথা বলা বা সাধারন কথা বলার ভিতরেও মনের মাঝে তালাক, তালাক চলতে থাকে। কখনো তালাক মুখ দিয়ে বেরিয়ে যা কিনা ভয় হয়। যদিও আমার ওয়াইফ এই ব্যাপারে কিছুই জানে না। গতকাল পানি খেতে খেতে মনে হলো তালাক শব্দটি উচ্চারন করলাম। খাওয়ার সময় এই সমস্যা বেশি ফেস করি। তালাক শব্দ মনে ভিতর থাকা কালিন মুখ দিয়ে কোন শব্দ বের হলেই আমার মনে হয় তালাক বলে ফেললাম। তালাক শব্দটি আমি কোন সময় মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি না। কারো ওয়াইফ কোন অন্যায় করেছে শুনলে মনে হচ্ছে আমি আমার ওয়াইকে তালাক দিয়ে দিচ্ছি মনে মনে। মনে মনে বলছি বাড়ি থেকে বের হ। আমি পাগল হয়ে যাচ্ছি শায়েখ। সব কিছুতেই কেনায়া হয়ে গেছে বলে ভয় হচ্ছে।
এর ভিতরে আমি কি কোন কেনায়া শব্দ বলে ফেললাম শায়েখ?
(৩) আমার ছোট মেয়েকে আমি শিখাচ্ছি তোমাকে মাকে বলো। "যা যা এখান থেকে যা। তখনি আমার মনে হচ্ছে, আমি যেন নিজে আমার আমার ওয়াইফকে বলছি । আর আমার মনে তালাক চলে এসেছে। এতে কি তালাক হবে??
(৪) মাঝে মাঝ কোন বিষয়ে নিয়ে রাগ হলে মনে হচ্ছে আমি আল্লাহকে গালিগালাজ করে ফেলবো। এতে কি আমার ঈমান চলে যাবে??
(৫) আমার এক বন্ধু আছে যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। তার সাথে যখন আমি থাকি তখন নামাজ পড়ি, অনেকটা বাধ্য হয়ে। সে না থাকলে হয়তো ওই সময় নামাজ পড়তাম না। একদিন সে ভোরবেলা নামাজের জন্য ফোন দিল। আমি উঠে নামাজ পড়তে আসলাম এবং যখন ওজু করছি তখন আমি তাকে খুজছিলাম সে যেন জানে যে আমি নামাজে এসেছি। এতে কি আমার ঈমান চলে যাবে??
(৬) হিন্দুদের শিবের মাথায় জল ঢালার দৃশ্য দেখার পর আমার মনে হল,এসব লাথি মেরে ভেংগে ফেলা উচিত। ঠিক তখনি আমার মাথায় আসলো যে, লাথি মারলে আবার আমার পায়ে কিছু হবে নাতো? যদিও আমি ওদের ওসব মানি না। কিন্ত এমন কথা মনে আসার জন্য কি আমার ঈমান চলে যাবে??
(৭) আল্লাহকে নিয়ে অনেক আজে বাজে কথা মনে আসে। ইসলাম নিয়ে আজে বাজে কথা মনে হয়। মাঝে মাঝে মনে হয় আল্লাহ বলে কেউ নেই। এছাড়া আরো অনেক নোংড়া চিন্তা আসে যা বলা বা লেখার মত না। যেটা আমি মানি না সেটাও আমার মনে চলে আসে। মাঝে মাঝে মনে হয় হিন্দু ধর্ম ভাল। যদিও আমি মরে গেলেও হিন্দু ধর্ম গ্রহন করবো না। তারপরেও কেন যেন এসব কথা আমার মনকে সবসময় কষ্ট দিচ্ছে। বিষয়গুলো এতটায় শক্তিশালি মনে হচ্চে আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে। কি যে মসিবতে আমি দিন পার করছি আমি বুঝাতে পারবো না শায়েখ।
এতে কি আমার ঈমানের কোন সমস্যা হবে শায়েখ??
আমি হতাশ।