জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো, মানুষ যে অবস্থায় মারা যাবে,সে অবস্থাতেই (শারীরিক সেই অবস্থাতেই) তাকে দাফন করতে হবে।
কোনো অঙ্গ,চুল,নখ ইত্যাদি কাটা যাবেনা।
হাদীস শরীফে এসেছেঃ-
প্রখ্যাত তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, উম্মুল মুমিনীন আয়েশা রা. এক মৃতের চুল আঁচড়ে দিতে দেখে বললেন, তোমরা মৃতের চুল কেন আঁচড়াচ্ছ? (কিতাবুল আছার ১/২৪২)
ইমাম মুহাম্মাদ রহ. বলেন,
لا نرى أن يسرح رأس الميت ، ولا يؤخذ من شعره ، ولا يقلم أظفاره وهو قول أبي حنيفة رحمه الله تعالى.
মাইয়্যেতের মাথা চিরুনী করা বা সিথি কাটা, তার চুল কিংবা নোখ কাটা কে আমরা সমীচীন মনে করি না।(জায়েজ নয়) আর এটাই ইমাম আবু হানীফার সিদ্ধান্ত। কিতাবুল আছার (হাদীস নং২২৭)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার মা এই অবস্থায় মারা
আলগা দাঁত গুলা সহই কাফন-দাফন করতে হবে।