আসসালামু আলাইকুম উস্তায একজন বোনের প্রশ্নঃ
কিছু ক্ষন আগে আমি মাগরিব এর নামাজে দাড়াব
এই সময় আমার হাসব্যান্ড দাড়িয়ে আতর দিচ্ছিল আর গান গাচ্ছিল।
তো আমি যেমন এত টুকু শুনলাম যে
একটা গান আছে
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
সেই গান টা উনি বানিয়ে গাইছিলেন।
উনি ওনার মত গাইছিলেন ছাইড়া দিলাম ছাইড়া দিলাম সব
ছাইড়া দিলাম রে ছেরি।
উনি দুষ্টামি করে অনেক সময় আমারে ছেরি বলেন।
জানার জন্য অনেক কিছু বলতে বাধ্য হতে হয় যে আপু।
মানে আমার উদ্দেশ্য করে বলেন নাই উনি ওনার মত গাইতেছিলেন।
কিন্তু আমার মনে সন্দেহ জাগে তালাক সম্পর্কে।
এরপর উনি আর আমি অন্য বিষয়ে কথা বলতে থাকি।
যেমন ওনাকে বলি যে এখান থেকে শরো নামাজ পড়ব।
এরপর উনি চলে যান।
একটু পর টেক্সট দেই ওনাকে -
ওনাকে বললাম তুমি যাওয়ার সময় কি গান গাচ্ছিলা কোনো?
উনি বললেন হে হয়তো। খেয়াল নেই।
এরপর বললাম বানিয়ে গাইতেছিলা?
উনি বললেন খেয়াল নেই।
কেনো কি হইছে?
ওনি বলতেছেন কিছু খেয়াল নাই।
উনি যখন গান গাচ্ছিলেন তখন আমি কাজ করতেছিলাম।
আমাকে সরাসরি ও বলেন নাই।
কিন্তু আমি ওনার সামনেই ছিলাম।
উনি আমাকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে ও বলেন নাই।
কিন্তু উনি বানিয়ে এমন টা বলতেছিল।
এখন কি কোনো সমস্যা হবে?
এছাড়া আমার ওয়াসওয়সা এর সমস্যা আছে প্রবল।
আমার মাথায় সারাক্ষণ তালাক বিষয়টি ঘুরপাক করে।
আমি ভাবতে চাই না এরপর ও এটা খেয়াল এ আসে।
২/২.৫ বছর ধরে এই সমস্যা।
আমার খুব ভয় করছে দয়া করে উত্তর দিন।