অামার ওয়াসওয়াস অাছে তাই এইসব প্রশ্ন
১
এই লিংকের ভিওিতে প্রশ্ন
https://ifatwa.info/53544/?show=53544#q53544
উপরের লিংকে কিছু কারণ লেখা অাছে।
যদি হারামভাবে চুরি করে, চাপ প্রয়োগ করে, কারও মনের সন্তুষ্টি ছাড়া, প্রতারণা করে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা হয়।
তবে
এভাবে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে তার ভতুকি ও ক্ষতিপূরণ অাদায় না করলে সেই জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা হালাল পথে কোন অায় করলে সে অায় কি হালাল হয়। ( অামার অর্জিত অায়, জ্ঞান হালাল হোক তার জন্য অামি একটু হলেও চেষ্টা করি হুজুর দয়া করে এই প্রশ্নের উওর দেওয়ার সময় দলিল দেবেন কারণ অামার জানামতে কারও অন্তরের সন্তুষ্টি ব্যাতিত কোন কিছু হালাল হয় না)
২
বিকাশ,বাংলালিংক, গ্রামীণফোন,নগদ,রকেট ইত্যাদি এ্যাপ রেফার করলে মাঝে মাঝে টাকা ও এমবি পাওয়া যায় পাওয়া যায়। এর জন্য রেফার কোড ব্যাবহার করতে হয়। হয়ত এই বিষয় সম্পর্কে অাপনারা জানেন।
অামার প্রশ্ন হল এই এ্যাপগুলো রেফার করে যা পাওয়া যায় তা কি হালাল হবে
৩
গাছে ফল থাকা অবস্থায় মানে অাধা কাচা, অাধা পাক অবস্থায় যদি ফল বেচা হয়। অার চুক্তি এরকম থাকে যে চোখের অান্দাজে গাছে কতগুলো ফল অাছে তার ভিওিতে দাম নিধারিত হয় এবং যে কিনবে সে নিজ খরচে ফল গুলো পেড়ে নিয়ে যাবে।এই চুক্তি কি হালাল হবে অার এ থেকে অায় কি হালাল হবে।
৪
বর্তমানে দেখা যায় ছেলেরা মেয়েদের সাথে বন্ধুত করার জন্য
ছেলে মেয়ে শুধু দুইজন একসাথে গ্রুপ স্টাডি করে
বা
কয়েকজন ছেলেমেয়ে একসাথে গ্রুপ স্টাডি করে
তা ত হারাম।ফেতনার প্রচুর অাশংঙ্কা থাকে। এখন এই দুই ধরণের গ্রুপ স্টাডি করে যে জ্ঞান পায় সেই জ্ঞান ও কি হারাম। সেই জ্ঞান দ্বারা হালাল উপাজন বা কোন লাভ করলে তার হুকুম কি।