১/ জুনিবী(স্বপ্নদোষ) অবস্থায় সকালে গোসল না করে রান্না বা অন্যান্য কাজ করা যাবে?
২/ যাদের চাকরি হালাল কিন্তু ব্যাংক থেকে যদি ইন্টারেস্ট নেন এবং সেটা যদি আমি শিউওর না জানি তখন তাদের থেকে যে কোন উপহার(কাপড়, কসমেটিক্স নেয়া বা খাবার খাওয়া যাবে?
৩/ আমার এক আত্মীয় মাদকাসক্ত উনি আবার হালালভাবে রুজি করেন এবং উনার ছেলেরা যে জায়গাতে কাজ করে অখানের মালিকদের একজন অপেনলি সুদের সাথে জড়িত উনি ব্যবসা করেন, এবং অন্য একজন মালিক উনার ব্যবসা হালাল তবে আমি এটা কোনভাবে জানতে পারিনি যে উনি কোনভাবে ইন্টারেস্ট এর সাথে জড়িত আছেন কি না। আমি জিজ্ঞেস করছিলাম একজন(যিনি তাদের ফ্যামিলি মেম্বার) কে উনি বলছেন যে তাদের ৪জনের মধ্যে একজন ই ওপেনলি সুদ নেন বাকিরা নেন না।
এখন উনারা সত্যি নেন কি নেন না আমি এই ইনফরমেশন বের করতে পারিনি এবং উনাদের বাসা থেকে খাবার আসে কাপড়-চোপড় বা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র আসে এগুলা খাওয়া/পড়া কি হালাল হবে আমাদের জন্য?
আবার উনাদের বাসায় মেহমান হয়ে গেলে তখন ও না খেয়ে থাকা যায় না।
এক্ষেত্রে কি করণীয়?
উল্লেখ্য যে আমার জানামতে উনারা কারো হক নষ্ট করেন নি বা অন্যায়ভাবে পৈতৃক সম্পত্তির মালিকও নন, শুধু মাত্র একজন সুদ নিচ্ছেন আর বাকিরা ব্যাংক থেকে নিচ্ছেন কি না তা আমি কনফার্ম হতে পারিনি সম্ভব ও না। এমতাবস্থায় খাবার খাওয়া কি হালাল?