আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
111 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)

১। মুমিনদের একতাবদ্ধ ভাবে থাকা এবং কাজ করা হচ্ছে ফরজ এটা কুরআন এবং সুন্নাহর আলোকে বিস্তারিত বুঝতে চাই ? এই বিষয়ে আয়াত সমুহ হল (সুরা ৪২:আয়াত  ৩৮ , সুরা ৪:আয়াত  ৯২ , সুরা ৪:আয়াত  ৯৩ , সুরা ৬: আয়াত ১৫৯ , সুরা ৩৩:আয়াত  ৫৮ ,সুরা  ৪৯:আয়াত  ৯ , সুরা ৪৯:আয়াত  ১১ , সুরা ৪৯:আয়াত  ৯ , সুরা ৪৯: আয়াত ১০ , সুরা ৪৯: আয়াত ১১ , সুরা ৮৫: আয়াত ১০ )। এই একতাবদ্ধ ভাবে থাকা আসলে কোন কোন ক্ষেত্রে ফরজ করা হয়েছে ? 

 

২। একটা গুনাহ যথেষ্ট মানুষ বা জিনকে জাহান্নামে পাঠানোর জন্য - এই কথা দ্বারা আসলে কি বুঝায় ? তাহলে কারও জুদি একটা গুনাহ থাকে আর আর তার চেয়ে অনেক বেশি নেকি থাকে তাহলেও কি সে জান্নাতে জেতে পারবে না কি ?

1 Answer

0 votes
by (579,240 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম 


(০১)
https://ifatwa.info/3966/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ
আল্লাহ তা'আলা বলেন,

وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَةَ اللّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىَ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার।(সূরা আলে ইমরান-১০৩)

প্রত্যেক মুসলমানের উপর ফরয যে,তারা এক উম্মাহ হবে।তাদের খলিফাও একজন হবেন।যার শাষন সারা দুনিয়া ব্যাপী থাকবে।অতঃপর এই খলিফা দেশে দেশে এবং শহরে শহরে উনার প্রতিনিধি নিয়োগ দিবেন।যেমন ইসলামের প্রাথমিক যুগে ছিলো।সুতরাং সমস্ত মুসলমানের উপর ফরয যে তারা একত্র হয়ে এক খলিফার কাছে বায়আত গ্রহণ করবে।তাদের পরিচয় হবে এক,তাদের পতাকা হবে এক,তারা একটি ছায়াতলেই একত্রিত হবে,আর সেই ছায়াই হল,শান্তি ও নিরাপত্তার ছায়া,ইসলাম।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রকৃত ঐক্য হচ্ছে :
১. গোটা উম্মত খালিস তাওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়া।
২. গোটা উম্মত আল্লাহর বিধানসমূহ পালন করতে থাকা।
৩. গোটা উম্মত সুন্নতে নববীর অনুসরণ ও উসওয়ায়ে হাসানা মোতাবেক জীবন গঠনে সচেষ্ট হওয়া।
৪. গোট উম্মত ইজমায়ী বিষয়সমূহে ইজমার উপর অটল অবিচল থাকা এবং ইজতিহাদী ও ইখতিলাফী বিষয়ে নিজের ইমাম, মুফতী বা মুরশিদের নির্দেশিত পন্থায় আমল করা এবং অন্যদের পথ ও পন্থার উপর আপত্তি ও সমালোচনা থেকে বিরত থাকা।
৫. গোটা উম্মতের মাঝে প্রীতি ও ভ্রাতৃত্ব সৃষ্টি হওয়া এবং ভালো কাজে সহযোগিতা আর জুলুম ও অন্যায় কাজে সহযোগিতা পরিহারের প্রেরণা জাগ্রত হওয়া।
এই উম্মতের এখন সবচেয়ে বেশি প্রয়োজন, তাওহীদ ও ঈমান এবং ঈমানী ভ্রাতৃত্বের উপর ঐক্যবদ্ধ হওয়া।

(০২)
অর্থাৎ আল্লাহ তায়ালা যদি সেই একটি গুনাহ মাফ না করে দেন,তাহলে তাকে সেই একটি গুনাহের কারনে তাকে জাহান্নামে পাঠাতে চাইলে পাঠাতে পারবেন।
এটি মহান আল্লাহ তায়ালা চাইলে পারবেন।
সেটা জুলুম হবেনা।

যেমন মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 
وَ مَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ﴿۸﴾

আর কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে সে তাও দেখবে।
(সুরা যিলযাল ০৮)

মহান আল্লাহ তায়ালা চাইলে একটি গুনাহের কারনে কাউকে জাহান্নামে পাঠানোর হক রাখলেও কুরআনের বর্ণনায় সুস্পষ্ট এসেছে যে, পুণ্যের পাল্লা ভারি হলে মানুষ তার পাপ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে এবং সরাসরি জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে (আ‘রাফ ৮, ক্বারি‘আহ ৬-৭)।

তাই এই পদ্ধতিতেই মূলত হাশরের ময়দানে ফায়সালা হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...