হুজুর মাফ করবেন আরো একটা বিষয় জানার ছিল
আমাদের একদিন খুব ঝগড়া হয় এবং সে আমাকে বেশ কয়েকটা থাপ্পড় দেই
আমাদের মধ্যে অনেক রাগারাগি হয়
আমি আমার মা বাবাকে ফোন দিয়ে সে কথাটা জানাই এবং বলি আমাকে নিয়ে যেতে ওর সাথে থাকব না
না নিয়ে গেলে আমি মরে যাবো
আবার পরেরদিন সকালে আমার মাকে ফোন দিয়ে বলি আমাকে এসে নিয়ে যেতে
আমার মা এসেছিলেন সেদিন কিন্তু অন্য উদ্দেশ্য যেটা আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল
এবং সাথে আমি জোর করাতে আমাকে শান্ত করতেও আসতে পারেন(এটা উনি ভালো জানবেন)
উনি আসার মূল উদ্দেশ্য আমার স্বামী জানত না তাই বলেছিল আমার মা আসলে আমাকে আর রাখবে না
আম্মু আসার পরে আমি অনেকবার বলছি আমাকে নিয়ে যেতে
আমার মা বলে আমি কিভাবে নিব?
এভাবে হয় নাকি?
আমার শাশুড়ী, মা কে সামনে রেখে আমাদের মাঝে অনেক কথা কাটাকাটি হয়
আবারো ঘরের অন্য জায়গায় গিয়ে আমার আম্মুর সামনে দুইজনের কথাকাটাকাটি হয়
তখন ও আমার আম্মুকে বলে আমাকে সাথে নিয়ে যেতে আমিও বলি হ্যাঁ থাকব না।
এমনেই রাগের বসে থাকব না অথবা বিচ্ছেদের উদ্দেশ্যে বলেছিলাম কিনা মনে নেই
কিন্তু আমার মা আমকে নিয়ে যাওয়ার পক্ষে ছিলেন না
উনি নাস্তা পানি করে চলে যান
প্লিজ শায়খ এতে কি তালাকে শর্ত পতিত হবে?
আমার এই ব্যাপারে জ্ঞান শূন্যের তলায়
আল্লাহ আপনার ভালো করুক